খারাপ আবহাওয়া জন্য আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা দিলেন মুখ্যমন্ত্রী

সকাল থেকেই মেঘলা আকাশ ৷ খারাপ আবহাওয়ার জন্য আকাশপথ ছেড়ে সড়কপথে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রবিবার পুরুলিয়ায় বেলা ১টা থেকে সভা করার কথা ছিল তাঁর ৷ কপ্টার ছেড়ে সড়কপথে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেরি হবে ৷ তাই বেলা ১টার বদলে সভা শুরু হতে বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে ৷সকাল থেকে আকাশের মুখ ভার থাকায় হঠাৎ যাত্রাপথ বদল করতে হয় মুখ্যমন্ত্রীকে ৷ রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে বেলা ১১টা ৪০ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথ ধরেই পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে হোটেল থেকে বেরোনোর সময় সেখানকার রাস্তার দু’পাশে অগণিত তৃণমূল কর্মী সমর্থকরা দলনেত্রীকে দুর্গাপুরে স্বাগত জানাতে তৈরি ছিলেন । সমবেতভাবে আওয়াজ ওঠে “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”।সভ্য সমর্থকদের উদ্দেশ্যে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান জোড়া ফুল শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মন্ত্রী মলয় ঘটক-সহ জেলা তৃণমূল নেতৃত্বরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!