সকাল থেকেই মেঘলা আকাশ ৷ খারাপ আবহাওয়ার জন্য আকাশপথ ছেড়ে সড়কপথে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রবিবার পুরুলিয়ায় বেলা ১টা থেকে সভা করার কথা ছিল তাঁর ৷ কপ্টার ছেড়ে সড়কপথে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেরি হবে ৷ তাই বেলা ১টার বদলে সভা শুরু হতে বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে ৷সকাল থেকে আকাশের মুখ ভার থাকায় হঠাৎ যাত্রাপথ বদল করতে হয় মুখ্যমন্ত্রীকে ৷ রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে বেলা ১১টা ৪০ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথ ধরেই পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে হোটেল থেকে বেরোনোর সময় সেখানকার রাস্তার দু’পাশে অগণিত তৃণমূল কর্মী সমর্থকরা দলনেত্রীকে দুর্গাপুরে স্বাগত জানাতে তৈরি ছিলেন । সমবেতভাবে আওয়াজ ওঠে “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”।সভ্য সমর্থকদের উদ্দেশ্যে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান জোড়া ফুল শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মন্ত্রী মলয় ঘটক-সহ জেলা তৃণমূল নেতৃত্বরা ।
Related Posts
Cyclone Remal: বদলে গেল ল্যান্ডফলের জায়গা!
মুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে সাইক্লোন রিমল। IMD-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে, ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়। ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রিমল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়টি যত বেশিক্ষণ ধরে সমুদ্রের উপর থাকবে ততই তার শক্তি মারাত্মক ভাবে বৃদ্ধি পেতে থাকবে। বেলা ১২টা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ […]
আন্দোলনের নামে গুন্ডামি, ছাত্র সমাজের আধলা ইটে মাথা ফাটল একাধিক পুলিশের
আন্দোলনের নামে গুন্ডামি। বেশিরভাগজনকে দেখে মনে হয় না তাঁরা পড়ুয়া। কারও পক্ককেশ জানান দিচ্ছে, প্রৌঢ়ত্বের সীমায় এসে দাঁড়িয়েছেন তিনি। ছাত্র সমাজের মিছিলে দেখা মিলল এদেরই। আর তাঁদেরই গুন্ডামিতে অতিষ্ট হলেন শহরবাসী। পুলিশ সহজেই উদ্দেশ্যহীন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করল। কার্যত মুখ পুড়ল বিজেপির। ২৭ আগস্ট, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সমাবশ-মিছিলের ঘোষণার পর […]
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত আছেন। বর্তমানে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মনু কুমার। হাসপাতাল সূত্রে খবর, মনু মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে কথা বলার অবস্থায় আপাতত নেই। রেল সূত্রে খবর, মনু খানিকটা সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। উল্লেখ্য, সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল […]