কালবৈশাখী ঝড়ের তাণ্ডব উত্তরবঙ্গে। আর তাতেই ঘটল বিপত্তি। জলপাইগুড়িতে কিছুক্ষণের ঝড়েই বিপর্যস্ত হয়ে যায় এলাকা। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকা। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির। আহত শতাধিক। জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বাগডোগরায় নামবে। কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রক অনুমতি দিয়েছে বিমান নামার। একই সঙ্গে হাসিমারার অনুমতিও মিলেছে। সোমবার হাসপাতালে আহতদের দেখার পাশাপাশি উনি এলাকায় যাবেন। রাতে শিলিগুড়ি বা চালসায় থাকার কথা মুখ্যমন্ত্রী মমতার। রাতেই বাগডোগরা বিমানবন্দর নেমে সড়কপথে জলপাইগুড়ি যাবেন। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। নিহতদের বাড়িও যাবেন তিনি। সোমবার জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছে। বিকেল ৫টায় শিলিগুড়িতে দলীয় বৈঠক করবেন অভিষেক। ঝড়ের এমন মারাত্মক প্রভাবের কারণেই জলপাইগুড়ির সভা বাতিল করা হয়েছে।
Related Posts
এক বিরোধী নেতা বলেছেন গুলি চলবে, আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি করবেন না, বার্তা সুপ্রিমকোর্টের!
আরজি করের ঘটনা রাজনীতির বিষয় নয়, তা সব দলকে বুঝতে হবে। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে। চিকিৎসকদের সুরক্ষা […]
আর জি কর হাসপাতালে হামলার ঘটনার তদন্তের দায়িত্বও সিবিআইয়ের হাতে তুলে দিল হাইকোর্ট
গত বুধবার রাতে আর জি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনার তদন্তের দায়িত্বও সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট৷ এ দিন এই নির্দেশ দিয়েছে বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ সিবিআই-এর মুখোমুখি হওয়ার আগে এ দিন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন জানান আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সেই মামলার শুনানি চলাকালীনই হাসপাতালে ভাঙচুরের ঘটনাটি ওঠে […]
8টে আসনের মধ্যে ৩টি আসনই ছিল বিজেপির, এটা মানুষের জয়, এজন্য সকলকে কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছিঃ মুখ্য়মন্ত্রী
বিধানসভা উপনির্বাচনে চারে ৪ পেয়েছে তৃণমূল। সবুজ সুনামিতে ধুয়ে মুছে সাফ বিজেপি। বিজেপির দখলে থাকা তিনটি আসনেও বিরাট পরাজয় বিজেপির। এবার এনিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘8টে আসনের মধ্যে ৩টি আসন ছিল বিজেপির। লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল। আমরা তিনটিতে জিতেছি। আর আমাদেরটাতেও জিতেছি। মানে আউট অফ ফোর- ফোর। […]