জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডবে একাধিক মৃত্যু, বিধ্বস্তদের পাশে দাঁড়াতে রাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কালবৈশাখী ঝড়ের তাণ্ডব উত্তরবঙ্গে। আর তাতেই ঘটল বিপত্তি। জলপাইগুড়িতে কিছুক্ষণের ঝড়েই বিপর্যস্ত হয়ে যায় এলাকা। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকা। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির। আহত শতাধিক। জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বাগডোগরায় নামবে। কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রক অনুমতি দিয়েছে বিমান নামার। একই সঙ্গে হাসিমারার অনুমতিও মিলেছে। সোমবার হাসপাতালে আহতদের দেখার পাশাপাশি উনি এলাকায় যাবেন। রাতে শিলিগুড়ি বা চালসায় থাকার কথা মুখ্যমন্ত্রী মমতার। রাতেই বাগডোগরা বিমানবন্দর নেমে সড়কপথে জলপাইগুড়ি যাবেন। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। নিহতদের বাড়িও যাবেন তিনি। সোমবার জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছে। বিকেল ৫টায় শিলিগুড়িতে দলীয় বৈঠক করবেন অভিষেক। ঝড়ের এমন মারাত্মক প্রভাবের কারণেই জলপাইগুড়ির সভা বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!