মা-মাটি-মানুষের সমর্থন আর ভালোবাসার জন্য কৃতজ্ঞ জানালেন তৃণমূল সুপ্রিমো

মা-মাটি-মানুষ দিবসে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পঞ্চম দফার ভোটের দিন ১৩ বছর আগের মুখ্যমন্ত্রীত্বের শপথের কথা স্মরণ করে মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সোমবার সকালে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৩ বছর আগে, আজকের এই ঐতিহাসিক দিনে, আমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম। সেই দিন থেকে পশ্চিমবঙ্গের গণদেবতার সেবা করার অঙ্গীকার নিয়ে, আমরা রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করেছিলাম। আমি মা-মাটি-মানুষের কাছে তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং অফুরান ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ।” মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি বাংলাকে প্রগতি ও সমৃদ্ধির আরও উচ্চতায় উন্নিত করার প্রতিশ্রুতিতে আমৃত্যু বদ্ধপরিকর। আজ মা-মাটি-মানুষ দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তাঁরা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।” এর আগে সকালে বাংলায় টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

error: Content is protected !!