মা-মাটি-মানুষ দিবসে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পঞ্চম দফার ভোটের দিন ১৩ বছর আগের মুখ্যমন্ত্রীত্বের শপথের কথা স্মরণ করে মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সোমবার সকালে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৩ বছর আগে, আজকের এই ঐতিহাসিক দিনে, আমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম। সেই দিন থেকে পশ্চিমবঙ্গের গণদেবতার সেবা করার অঙ্গীকার নিয়ে, আমরা রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করেছিলাম। আমি মা-মাটি-মানুষের কাছে তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং অফুরান ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ।” মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি বাংলাকে প্রগতি ও সমৃদ্ধির আরও উচ্চতায় উন্নিত করার প্রতিশ্রুতিতে আমৃত্যু বদ্ধপরিকর। আজ মা-মাটি-মানুষ দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তাঁরা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।” এর আগে সকালে বাংলায় টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Related Posts
সপ্তাহ জুড়ে বাংলায় দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
সপ্তাহ জুড়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বজ্রপাতের পাশাপাশি জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। যার জন্য আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হবে বুধবার থেকেই। আজ সকালেই বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে […]
আরজি কর কাণ্ডে সাসপেন্ড ২ নিরাপত্তারক্ষী, বসছে সিসিটিভি
কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ইতিমধ্যেই গ্রেপ্তার একজন। ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চললেও, হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে গোড়া থেকে প্রশ্ন উঠেছে। তরুণী চিকিৎসককে খুনের ঘটনার দুই দিন পর রবিবার আরজি কর মেডিক্যাল কলেজের দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করল হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার চেস্ট মেডিসিন বিভাগের দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার […]
‘আমি দিদি হিসেবে এসেছি, কাজে ফিরতে চাইলে আপনাদের দাবিগুলি সহানভূতির সঙ্গে খতিয়ে দেখব’, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে এসে বার্তা মমতার
আমি দিদি হিসেবে বলছি কাজে ফিরুন- শনিবার দুপুরে আচমকা স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জুনিয়র ডাক্তারদের দাবি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। মমতা বন্দ্যোপাদধ্যায়ের কথায়, “তিলোত্তমা বিচার পাক আমিও চাই। ৩ মাসের মধ্যে দোষীদের ফাঁসি হোক।“ বৃষ্টি ভেজা […]