শেষ দফায় লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার বারুইপুরে জনসভা করেন মমতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে আয়োজিত এই সভার শেষে দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। রবিবার ২৬ মে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমল। এই ঝড়ের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বিপর্যয় মোকাবিলার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন সক্রিয় হয়ে প্রচুর মানুষকে নিরাপদে নিয়ে গেলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। রিমলের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলায় তিন জন মারা যান। শুধু তাই নয়, গোসাবার রাঙাবেলিয়াতে গোমর নদীর বাঁধে বেশ কিছু জায়গায় ধস নামে। এ ছাড়াও গাছ ভেঙে প্রচুর ক্ষতি হয় সেই জেলায়। দক্ষিণ ২৪ পরগনার মানুষদের নিরাপদে সরিয়ে আমতলায় ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়। সেই এলাকার জলস্তর বেড়ে গিয়ে এখনও বিপদে আছেন বহু মানুষ।
Related Posts
এবার অমিত শাহের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ
দিন কয়েক আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন অনন্ত মহারাজ। এদিকে বিজেপি ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদের সেই মিটিংকে ঘিরে একেবারে হইচই পড়ে গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। এমনকী বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন চিনতে ভুল হয়েছিল। এবার সেই সাংসদই দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তবে মমতার বৈঠকের পরেই শাহের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাৎকারকে ঘিরে […]
সাইক্লোনের জেরে ১৮টি এক্সপ্রেস সহ ৪৪টি ট্রেন বাতিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের
রেমালের জেরে ৪৪টি ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপনকারী ৪৪টি ট্রেন২৭মে থেকে ২৯ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। রবিবার অর্থাৎ, ২৬ মে রাত ১১টা ৩০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে […]
মালদায় দুঃসাহসিক ডাকাতির পর পুলিশের সঙ্গে গুলির লড়াই শেষে গ্রেফতার ২
মালদায় গাজোলের সমবায় ব্যাঙ্কে ডাকাতি৷ সাত-আটজন দুষ্কৃতীর আগ্নেয়াস্ত্র, বোমা-গুলি নিয়ে ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়৷ ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ সেই ডাকাতদলকে পাকড়াও করতে গেলে ডাকাত দলের সদস্যদের সঙ্গে গুলির লড়াই হল পুলিশের৷ গ্রেফতার ২ জন৷ মালদা পুলিশ- ডাকাতদল গুলি বিনিময়। পুলিশের হাতে গ্রেফতার দুই ডাকাত। […]