আরজিকর কাণ্ডে দোষীকে ফাঁসি দিতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই দাবিতে সরব হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্ষণ বিরোধী আইন পাশের কথা জানালেন তিনি। রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধরনা চলবে।” আরজিকর কাণ্ডে তোলপাড় বাংলা। দোষীর শাস্তির দাবিতে একজোট সবমহল। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। তাতে পুলিশি অত্যাচারের অভিযোগে আজ, বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। এরই মাঝে এদিন মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আর জি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এতদিন পেরিয়ে গেল। এখনও কিছুই হল না কেন? আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। সময়সীমা শেষ হওয়ার আগেই সিবিআইকে তদন্তভার দিয়ে কেসটা জলে ফেলে দেওয়া হল।” এর পরই হুঙ্কার ছেড়ে বললেন, “ধর্ষণের শাস্তি ফাঁসি কেন হবে না? আমি চাই যে কোনও ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি হোক।” ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ধর্ষণের ঘটনায় দোষীর ফাঁসির বিল পাশ করা হবে বিধানসভায়। তার পর নিয়ম মেনে সেটা পাঠানো হবে রাজ্যপালের কাছে। উনি যদি সই না করেন, তাহলে মহিলারা এর পর রাজভবন ঘেরাও করবে। সই না করা পর্যন্ত ধরনা চলবে। এদিন দোষীর ফাঁসির দাবিতে শনিবার ব্লকে ব্লকে কর্মসূচিও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Related Posts
৮৫ হাজার টাকা করে রাজ্যের পুজোর কমিটি গুলিকে অনুদান, আগামী বছর ১ লক্ষ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সরকারের তরফে আর্থিক অনুদান বাড়ানো হচ্ছে। এবারের পুজোতে রাজ্যের পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটি, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই বৈঠক থেকেই তিনি ঘোষণা করেন, এবার পুজোয় রাজ্যের পুজো […]
বিজ্ঞাপনে ‘নিষেধাজ্ঞা’, সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিজেপি
বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে BJP। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি। আগামীকাল, বুধবার মামলাটি শুনবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনের মডেল কোড অফ কমডাক্টকে লঙ্ঘন করছে যে সমস্ত বিজ্ঞাপন তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী […]
‘কলকাতার পুলিশ কমিশনারের মেডেল ফেরত নিয়ে নিন’, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি শুভেন্দুর
একই সঙ্গে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। আরজি কর ইস্যুকে হাতিয়ার করে পুলিশ কমিশনারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগেও ইতিমধ্যে সরব হন শুভেন্দু অধিকারী। আরজি করের আন্দোলনকারীদের পাশাপাশি বিনীত গোয়েলের অপসারণের দাবিও করে আসছেন […]