ডিভিসির জল ছাড়া নিয়ে তুঙ্গে রাজ্য-কেন্দ্র সংঘাত। শনিবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার পাতার ওই চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দাবিকে নস্যাৎ করেছেন তিনি। রাজ্যকে কার্যত অন্ধকারে রেখে ডিভিসি জল ছাড়ে বলেই দাবি তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় এবার চার পাতার একটি চিঠি লেখেন। তিনি চিঠিতে দাবি করেন, “জলশক্তি মন্ত্রকের চিঠির পরিপ্রেক্ষিতে আমি এই চিঠি লিখছি। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন ডিভিসির জল ছাড়া নিয়ন্ত্রণ কমিটিতে বাংলার প্রতিনিধিও রয়েছেন। আমি তা মানতে পারছি না। এক্ষেত্রে সব সময়ই কেন্দ্রীয় জল কমিশন এবং জলশক্তি মন্ত্রকই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়। ” এর পর তারিখ উল্লেখ করে জল ছাড়া সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে উল্লেখ করেন, “গত ১৬ সেপ্টেম্বর ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ করা হলেও, তিনি তা শোনেননি। রাজ্যের তরফে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার অনুমোদন দেওয়া হয়নি। প্রথমে ২.৩ লক্ষ কিউসেক এবং পরে ২ লক্ষ কিউসেক জল ছাড়ার অনুরোধ রাখা হয়নি। ডিভিসি সময়মতো উত্তর না দেওয়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সম্প্রতি মাত্র সাড়ে ৩ ঘণ্টা নোটিস দিয়ে ৯ ঘণ্টা জল ছাড়া হয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি, “আমি ব্যক্তিগতভাবে মনে করি আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজনই ছিল না। আর এত বিপুল পরিমাণ জল ছাড়া না হলে দক্ষিণবঙ্গে এহেন বন্যা পরিস্থিতি তৈরি হত না।” ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Related Posts
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী ‘অযোধ্যার অবদেশ প্রসাদ’
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের ফলাফল আগের থেকে ভালো হলেও তারা কেন্দ্রে সরকারে আসতে পারেনি। তবে জোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলকে। সূত্রের খবর, সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধীদের তরফ থেকে কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ […]
এস বসুরায় অ্যান্ড কোম্পানির ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
প্রাথমিক টেটের ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে থাকা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর্থিক তছরূপে জড়িত থাকার প্রমাণ মেলায় ওই সংস্থার প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে নগদ ও ফিক্সড ডিপোজিট। ২০১৪ সালের প্রাথমিকের টেটের ওএমআর শিট মূল্যায়ণের দায়িত্বে ছিল এস বসুরায় […]
হল না শপথ, বিধানসভাতেই ধরনায় দুই তৃণমূল বিধায়ক
রাজ্যপাল বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান । এই দাবিতে বিধানসভা ভবনের সিঁড়িতে ধরনায় বসলেন দুই বিজয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার ৷ রাজ্যপালের নির্দেশমতো এদিন তাঁরা শপথ নিতে রাজভবনে যাননি ৷ বুধবার বেলা ১১টায় বিধানসভায় পৌঁছে যান এই দুই বিধায়ক ৷ তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন যে, রাজ্যপাল রাজভবনে শপথের কথা বললেও যেহেতু তাঁদের […]