উত্তর প্রদেশে নৃশংস হত্যাকাণ্ড৷ নিজের মা, স্ত্রী, সন্তান সমেত পাঁচ জনকে খুন করে নিজেও আত্মঘাতী হলেন এক ব্যক্তি৷ হাড় হিম করা এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সীতাপুরে৷ যে ব্যক্তি এই হত্যালীলা চালিয়েছেন, তাঁর নাম অনুরাগ সিং (৪২)৷ জানা গিয়েছে, নিজের ৬৫ বছর বয়সি মা-কে প্রথমে গুলি করে খুন করেন ওই ব্যক্তি৷ এর পর হাতুড়়ি দিয়ে নিজের স্ত্রী প্রিয়াঙ্কাকে (৪০) আঘাত করে হত্যা করেন তিনি৷ তার পর নিজের অশ্বিনী (১২), অর্ণা (৯) এবং অদ্ভিক (৬) বছর বয়সি তিন সন্তানকে বাড়ির ছাদ থেকে ছুড়ে ফেলে খুন করেন তিনি৷ শেষ পর্যন্ত নিজেও আত্মঘাতী হন তিনি৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনুরাগ মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত ছিলেন৷ অনেক দিন ধরেই তাঁকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর চেষ্টা করছিলেন তাঁর পরিবারের সদস্যরা৷ কিন্তু রাজি ছিলেন না অনুরাগ৷ তাঁর মানসিক সমস্যাও ছিলেন বলে খবর৷ এ দিন সকালেও মদ্যপ অবস্থায় ছিলেন অনুরাগ৷ তখনই নেশামুক্তি কেন্দ্রে পাঠানো নিয়ে ফের তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের বাদানুবাদ হয়৷ এর পরই শুরু হয় অনুরাগের তাণ্ডব৷ মা, স্ত্রী এবং তিন সন্তানকে হত্যা করার পর নিজেকেও গুলি করেন অনুরাগ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, বাকি দেহগুলির মধ্যে একমাত্র ৬ বছরের অদ্ভিক জীবিত রয়েছে৷ কিন্তু তাকে উদ্ধার করে লখনউ ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ওই বাড়ির সামনে ভিড় জমায়৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
Related Posts
দিল্লির IAS কোচিং সেন্টার কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩, বিক্ষোভ জারি
দিল্লির ওল্ড রাজেন্দর নগর এলাকায় আইএএস কোচিং সেন্টারের বেসমেন্ট থেকে একের পর এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। জল ঢুকেছিল কোচিং সেন্টারেও। সেখান থেকেই বিপত্তি। এনডিআরএফের উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত দুই ছাত্রী এবং একজন ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় দিল্লি পুলিশ ফৌজদারি মামলা দায়ের করেছে […]
শিখলেন জুতো সেলাই, মুচির সঙ্গে বসে কোল্ড ড্রিঙ্কস খেলেন রাহুল
গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্রান্ত একটি মানহানি মামলার শুনানিতে উত্তরপ্রদেশের সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালতে হাজিরা দিতে গিয়েছেন কংগ্রেস নেতা তথা রায়বরেলির সাংসদ রাহুল গান্ধি৷ কাজ মিটে যাওয়ার পরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়েই ফিরছিলেন দিল্লি৷ হঠাৎই, বিধায়কনগর ক্রশিংয়ের কাছে থেমে যায় তাঁর কনভয়৷ সেই ক্রশিংয়ের পাশেই তখন তাঁর ছোট্ট গুমটি দোকানে বসে জুতো সেলাই করছিলেন রামচেত৷ […]
একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, মৃত ৩, ঘর ছাড়া প্রায় ২০০০ মানুষ!
সোমবার থেকে প্রবল বৃষ্টিপাতে গুজরাতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টিতে নিখোঁজ সাতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। গুজরাতের নিচু এলাকা থেকে কয়েকশ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক সেই মতই গুজরাতের বেশ কিছু এলাকায় ভারী […]