মণিপুরে ফের হিংসা, গ্রেফতার মাস্টারমাইন্ড

মণিপুরের জিরিবাম জেলায়, এক মেইতি প্রবীণকে হত্যার প্রতিবাদে এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলায় কারফিউ জারি করা হয়েছে। মেইতেই মানুষ ঘরবাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন কুকি জঙ্গিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এনআইএ জানিয়েছে যে মণিপুর সহিংসতার মূল মাস্টারমাইন্ড, থংমিনথাং হাওকিপ ওরফে থাংবোই হাওকিপ ওরফে রজারকে 6 জুন ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এনআইএ গত বছরের 18 জুলাই ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএর অধীনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। কুকি এবং জোমি জঙ্গি সংগঠনগুলি, মায়ানমার এবং উত্তর-পূর্ব ভারতে কর্মরত অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলির সাথে যোগসাজশে এই অঞ্চলের বর্তমান অস্থিরতার সুযোগ নেওয়ার এবং ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানোর উদ্দেশ্যে এই ষড়যন্ত্রটি চালিয়েছিল। রাজ্যের অনেক জায়গায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় হাওকিপ বিশেষ ভূমিকা পালন করেছে। মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন কুকি ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-বি-এর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। অন্যদিকে, মণিপুরে 13 মাস ধরে চলমান সহিংসতার কথিত মাস্টারমাইন্ডকে প্রকাশ করেছে NIA।

error: Content is protected !!