স্কুলের পর এবার দিল্লির একের পর এক হাসপাতাল বোমা মেরে ওড়ানোর হুমকি

দিন কয়েক আগেই দিল্লি এবং এনসিআরের প্রায় ১০০টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এ বার আর ইমেল বার্তা নয়, রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে বোমায় ওড়ানোর হুমকি দিয়ে ফোন করা হয়েছে। আর এই হুমকি ফোন পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালগুলিতে। সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লির চারটি হাসপাতালে ওই হুমকি দিয়ে ফোন করা হয়েছে। সেই ফোন পাওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষগুলি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি কোনও ভুয়ো ফোন কল হতে পারে। তবে হাসপাতালগুলি থেকে অভিযোগ পাওয়ার পরই সেগুলির নিরাপত্তা আঁটসাটঁ করা হয়েছে। হাসপাতালগুলিতে বম্ব স্কোয়াড এবং পুলিশ গিয়ে তল্লাশি শুরু করেছে।

error: Content is protected !!