ফের রক্ত ঝরল উপত্যকায়। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নেওয়ার দিন জঙ্গি হামলার সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর। পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। জঙ্গি হামলার জেরে প্রাণ গেল কমপক্ষে ১০ জনের। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৩ জন। সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে এখনও। তারাই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের ৩৩জন গুরুতর আহত হয়েছেন।
Related Posts
ওড়িশায় বার্ড ফ্লু-এর হদিশ! রাজ্যে ডিম ও চিকেন আমদানিতে জারি নিষেধাজ্ঞা
বার্ড ফ্লু-এর হদিশ ওড়িশায়! রাজ্যে ওড়িশার ডিম ও চিকেন আমদানিতে নিষেধাজ্ঞা। পুরীতে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জার হদিশ। পুরী থেকে পোল্ট্রিজাত সামগ্রী আসায় নিষেধাজ্ঞা। ওড়িশার দুটি গ্রামে বার্ড ফ্লুর হদিস পাওয়া গেছে। তাই আপাতত ওড়িশা থেকে কোনও ট্রাক ডিম ও মুরগি নিয়ে রাজ্যে ঢুকবে না। আগামী দুই সপ্তাহ এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রাণীসম্পদ দফতর রাজ্য পুলিশকে […]
অযোধ্যার রামপথ-ভক্তিপথ থেকে উধাও প্রায় ৪ হাজার বাঁশের বাতি ও প্রজেক্টর
উদ্বোধন হলেও এখনও সম্পূর্ণ শেষ হয়নি অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে চুরি! রামমন্দিরে যাওয়ার পথে রাস্তার দু’পাশ থেকে উধাও বাঁশের কারুকাজ করা লাইট। প্রায় চার হাজার লাইট চুরি গিয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ভক্তিপথ থেকে চুরি হয়েছে গোবো প্রজেক্টর। সবমিলিয়ে মোট ৫০ লক্ষ টাকার বেশি জিনিস চুরি হয়েছে […]
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন কোরবা এক্সপ্রেসে, পুড়ে ছাই তিনটি কামরা
সকালে ফের বড়সড় রেল দুর্ঘটনা। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন লাগল কোরবা এক্সপ্রেসে। কোরবা থেকে আসা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কামরায় আগুন লেগে গিয়েছে বলে খবর। তিনটি কোচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে শুরু করেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পৌঁছেছেন রেল আধিকারিকরাও। কীভাবে আগুন লেগেছে, তা […]