দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ নবজাতকের মৃত্যু, আহত একাধিক

শনিবার রাতের দিল্লির বিবেক বিহারের ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব দিল্লির এক ‘বেবি কেয়ার সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। খবর পেতেই সেখানে ছুটে যায় দমকল ৷ আগুন লেগে কমপক্ষে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাতের দিকে দিল্লির ওই শিশু হাসপাতালে আগুন লেগে যায়। মৃত্যু হয়েছে কমপক্ষে ছয় নবজাতকের। দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, পূর্ব দিল্লির বিবেক এলাকার একটি শিশু হাসপাতাল থেকে রাত ১১টা ৩২ নাগাদ ফোন এসেছিল। আগুন লাগার খবর জানানো হয় তখনই। সঙ্গে সঙ্গে দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আধিকারিকরা জানিয়েছেন হাসপাতালের ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাঁচানো যায়নি ছয় নবজাতককে। পাঁচ শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে। এখনও পর্যন্ত হাসপাতালে আগুন লাগার কারণ জানা যায়নি। অন্যদিকে অপর একটি ঘটনায় দিল্লির শাহদরা এলাকায় একটি বাড়িতে আগুন লেগে যায় শনিবার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শনিবার রাতে অনেক সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। দমকলকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে। শিশুদের অভিভাবকেরা আগুনের আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছিলেন। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁদেরও।

error: Content is protected !!