শনিবার রাতের দিল্লির বিবেক বিহারের ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব দিল্লির এক ‘বেবি কেয়ার সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। খবর পেতেই সেখানে ছুটে যায় দমকল ৷ আগুন লেগে কমপক্ষে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাতের দিকে দিল্লির ওই শিশু হাসপাতালে আগুন লেগে যায়। মৃত্যু হয়েছে কমপক্ষে ছয় নবজাতকের। দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, পূর্ব দিল্লির বিবেক এলাকার একটি শিশু হাসপাতাল থেকে রাত ১১টা ৩২ নাগাদ ফোন এসেছিল। আগুন লাগার খবর জানানো হয় তখনই। সঙ্গে সঙ্গে দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আধিকারিকরা জানিয়েছেন হাসপাতালের ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাঁচানো যায়নি ছয় নবজাতককে। পাঁচ শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে। এখনও পর্যন্ত হাসপাতালে আগুন লাগার কারণ জানা যায়নি। অন্যদিকে অপর একটি ঘটনায় দিল্লির শাহদরা এলাকায় একটি বাড়িতে আগুন লেগে যায় শনিবার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শনিবার রাতে অনেক সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। দমকলকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে। শিশুদের অভিভাবকেরা আগুনের আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছিলেন। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁদেরও।
Related Posts
আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করল যোগী আদিত্যনাথের সরকার!
প্রায় আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করে দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। বিজেপি সরকারের অভিযোগ, এই বিপুল সংখ্যক কর্মী নিজেদের সম্পত্তির হিসাব পেশ করেননি। তাই অগাস্ট মাসের বেতন পেলেন না কয়েক লাখ রাজ্য সরকারি কর্মী। এর আগে যোগী সরকার নির্দেশিকা জারি করে বলেছিল, আইএএস পদমর্যাদা থেকে সাধারণ কেরানি পর্যন্ত সব স্তরের কর্মীকে নিজেদের স্থাবর […]
হরিয়ানা নির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, যোগ দিয়েই টিকিট পেলেন ভিনেশ ফোগাট
সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন প্যারিস অলিম্পিকের কুস্তিগির ভিনেশ ফোগাট। তার মধ্যেই পেয়ে গেলেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিট। জুলানা বিধানসভা থেকে লড়বেন তিনি। আরেক কুস্তিগির বজরং পুনিয়াও নাম লিখিয়েছেন হাত শিবিরে। তিনি অবশ্য প্রার্থী হননি। কিন্তু দলে যোগ দিয়েই সর্বভারতীয় কিষাণ কংগ্রেসে কার্যকরী চেয়ারম্যানের পদও পেয়ে গিয়েছেন তিনি। ৫ অক্টোবর হরিয়ানায় নির্বাচন। ভিনেশ যে সেখানে […]