অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস। অরুণাচলের দিবাং ভ্যালিতে ধসের জেরে আতঙ্ক ছড়ায়। তার জেরে চিন সীমান্তের সঙ্গে যোগাযোগকারী জাতীয় সড়কও ভেসে যায়। অরুণাচল প্রদেশে ধসের জেরে সাবধানতা জারি করে প্রশাসন। আগামী ৩ দিনের মধ্যে ওই জাতীয় সড়ক সারিয়ে তোলা হবে বলে জানানো হয়। অরুণাচল প্রদেশে ধস নামার জেরে যে ভিডিয়ো প্রকাশ্যে আসে, তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে।
Related Posts
অসমে রাতারাতি সরিয়ে ফেলা হল গান্ধীমূর্তি
অসমে গান্ধী মূর্তি অপসারণের ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। অসমের ডুমডুমা শহরে মহাত্মা গান্ধীর ৫.৫ ফুট মূর্তিটি রাতারাতি সরিয়ে ফেলা হয়। প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দা। বিষয়টি নিয়ে গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন, এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি এই ধরনের পদক্ষেপ সম্পর্কে অবগত ছিলেন না, বিষয়টি তিনি যাচাই […]
উত্তরপ্রদেশের বারাণসীতে কানওয়ার যাত্রাপথে বন্ধ থাকবে সকল মাংসের দোকান নির্দেশ দিল পুরসভা
কানওয়ার যাত্রার শুরুতেই আরও কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশে। এবার কানওয়ার যাত্রাপথে সকল মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিল বারাণসী পুরসভা। গোটা শ্রাবণ মাসেই ওই যাত্রাপথে মাংস ও পোল্ট্রির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে, তার জন্যেই এই পদক্ষেপ, জানিয়েছে পুরসভা। বারাণসীর মেয়র সন্দীপ শ্রীবাস্তব উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। […]
ত্রিপুরায় ২৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার ২ যুবক
২৫ কোটি টাকার হেরোইন সহ আটক ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার দুই যুবক। সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার দাম ছড়া থানা এলাকায় দুই যুবককে আটক করা হয়। একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়। ওই গাড়িতেই হেরোইন পাচার হচ্ছিল। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানপদ চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে চালানো হয় তল্লাশি অভিযান। জানা […]