তৃণমূলের নবনির্বাচিত ২৯জন সাংসদদের নিয়ে আজ ৪ টায় বৈঠক কালীঘাটে

শনিবার বিকেল ৪ টায় সাংসদদের নিয়ে বৈঠক কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। জয়ের পর নবনির্বাচিত সাংসদদের সঙ্গে প্রথম বৈঠক দলনেত্রীর। ২০২৪-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। চারদিকে শুধুই সবুজ আবির। পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতেই শনিবারের বৈঠক। ২৯ জন সাংসদকে নিয়ে এই বৈঠক হতে চলেছে। প্রথা মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে সাংসদদের বৈঠক হবে। এই বৈঠক গুরুত্বপূর্ণ। কারণ, ইন্ডিয়া ব্লকে রয়েছে তৃণমূলও। আর দিল্লির রাজনীতিতে এবার ইন্ডিয়ার ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বুধবারই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন দিল্লিতে। পরবর্তীকালে জোট ইন্ডিয়ার শরিক হিসাবে তৃণমূল কংগ্রেস কী কী পদক্ষেপ করবে তার সিদ্ধান্তও হতে পারে এই বৈঠকেই। পাশাপাশি মু্খ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছ মঙ্গলবার।

error: Content is protected !!