জলপাইগুড়িতে মানসিক ভারসাম্যহীন মূক-বধিরকে ধর্ষণের অভিযোগ, গর্ভবতী যুবতী

যুবতী মানসিক ভারসাম্যহীন, মূক ও বধির। পরিবারের অভিযোগ, যুবতীকে ধর্ষনের। জানা গিয়েছে তিনি গর্ভবতী। ঘটনাস্থল জলপাইগুড়ির বানারহাট চা বাগান। জানা গিয়েছে, যুবতীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাঁর পরিবারের সদস্যরা বানারহাট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বেশকিছু পরীক্ষার পর নিশ্চিত করেন, ২১ সপ্তাহের গর্ভবতী। এর পরই রবিবার সকালে মেয়েটির দাদা ও বানারহাট চা বাগানের বেশ কিছু বাসিন্দা মেয়েটিকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন।  নিগৃহীতা যুবতীর দাদা বলেন, তাঁর বোন সম্পূর্ণ রূপে মানসিকভাবে সুস্থ নয়, কারও সঙ্গে কথাও বলতে পারে না, কানেও শোনে না। এই অবস্থাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে কেউ বা কারা। এই ঘটনার সঙ্গে জড়িত কারা? সেই বিষয়ে যুবতীর পরিবারের কাছে নির্দিষ্ট, স্পষ্ট কোনও তথ্য নেই। তাই এদিন পরিবারের সদস্যরা দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবীতে থানায় লিখিত অভিযোগ দায়ার করেন। থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে।

error: Content is protected !!