মেট্রোয় ফের বিদ্যুৎ বিভ্রাট। আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ এসপ্লানেড থেকে ময়দান এই দুটি স্টেশনের মাঝে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয়। প্রায় ৫০ মিনিট বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে দ্রুত মেরামতি করে ৯টা নাগাদ পরিষেবা স্বাভাবিক করা হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে কোনও মেট্রোই বাতিল করা হয়নি। আজ, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় এমনিতেই মেট্রো কম চলবে বলে আগেই জানানো হয়েছিল। ২৮৮টির বদলে, এদিন নর্থ-সাউথ করিডরে ২৩৪টি মেট্রো চলবে। মেট্রোযাত্রীরা বলছেন সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। বেলা গড়াতেও দুর্ভোগের মীমাংসা হয়নি। ঠিক কী কারণে সমস্যা তা নিয়ে এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দেওয়া হয়নি। স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করা হচ্ছে, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। অফিস টাইমে এইভাবে প্রতি স্টেশনে মেট্রো থমকে যাওয়ায় কাজে যেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
Related Posts
কেরল থেকে কলকাতা ফিরেই শ্লীলতহানির ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
কেরল থেকে কলকাতা ফিরেই শ্লীলতহানির ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করলেন তিনি। কিছুদিন আগেই রাজভবনের এক কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। রাজ্যপাল অডিও বার্তায় এই ঘটনা অস্বীকার করেন। সোমবার কেরল থেকে বাংলায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অত্যন্ত ঘৃণ্য রাজনীতি করছেন মমতা […]
শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন তরুণী, পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ
রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়। রাজ্যপালের সিসিটিভি ফুটেজের পালটা সিসিটিভি ফুটেজ হাতিয়ার কলকাতা পুলিসের। ২ মে রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন অভিযোগকারিণী। কলকাতা পুলিশের হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। দাবি পুলিশ সূত্রের। পুলিশের হাতে যে ফুটেজ এসেছে সেটা বিকেল ৫.১৫ মিনিটের। যেখানে তাঁকে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে। এরপর সেখান থেকে […]
চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে রাজভবনেরই মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে
চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেনজির ও চমকে যাওয়ার মতো এই গুরুতর অভিযোগ করেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। একবার নয়, একাধিকবার তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানিয়েছেন ওই মহিলা। ২০১৯ সাল থেকে রাজভবনেই অস্থায়ী কর্মী হিসেবে রয়েছেন তিনি। চলতি বছরের ২৪ এপ্রিল প্রথমবার তাঁকে শ্লীলতাহানি করেন […]