এবার পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির কমিটির মাধ্যমে সেই কাজটা করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। প্রথম দফায় গত ১৫ মে নয়াদিল্লির আবেদনকারীদের হাতে নাগরিকত্ব তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। চতুর্থ দফার ভোটগ্রহণের ঠিক পরেই এবং পঞ্চম দফার ভোটগ্রহণের আগে সেই কাজটা করা হয়েছিল। আর দ্বিতীয় দফায় যেদিন নাগরিকত্ব প্রদানের বিষয়টি ঘোষণা করা হল, তার দু’দিন পরেই সপ্তম দফার ভোটগ্রহণ হতে চলেছে। সপ্তম দফায় পশ্চিমবঙ্গের যে ন’টি কেন্দ্রে (কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, বারাসত, বসিরহাট এবং দমদম), ভোটগ্রহণ হতে চলেছে, সেগুলির মধ্যে কোনও আসনেই মতুয়া-অধ্যুষিত নয়। যে মতুয়া ভোটব্যাঙ্ক ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির দিকে গিয়েছিল। সেইসময় সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়েছিল বিজেপি। আর এবার সপ্তম দফার যে ন’টি কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে সংখ্যালঘু ভোট আছে।
Related Posts
পঞ্জাবের লুধিয়ানায় রাস্তায় ফেলে তলোয়ার দিয়ে কোপ, নিহঙ্গ শিখদের হামলার শিকার শিবসেনা নেতা, গ্রেফতার ২
পঞ্জাবে এক শিবসেনা নেতার ওপরে হামলা দুই নিহঙ্গ শিখের। জানা গিয়েছে, আক্রান্ত নেতার নাম সন্দীপ থাপার গোরা। গুরুতর জখম অবস্থায় সন্দীপকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এদিকে পুলিশ সেই ফুটেজ দেখেই হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকালে পঞ্জাবের লুধিয়ানায় এই […]
মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল একাধিক ফ্লাইট-ট্রেন, বন্ধ স্কুল-কলেজ, ‘লাল সতর্কতা’ জারি করল আবহাওয়া দপ্তর
একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। রেকর্ড বৃষ্টিতে কার্যত জলের নিচে বাণিজ্য নগরী। সোমের পর মঙ্গলবারেও অব্যাহত বৃষ্টি। মুম্বই, থানে, নবি মুম্বই, পনভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে বাড়ছে উদ্বেগ। ১২ জুলাই পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় শর্ট সার্কিট হয়ে এক ৭২ বছরের বৃদ্ধা প্রাণ […]
তিরুপতির লাড্ডু বিতর্কে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক তুঙ্গে। লাড্ডুতে গোরু এবং শুয়োরের চর্বি মেশানোর গুরুতর অভিযোগ তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। তাঁর বক্তব্যে সিলমোহর পড়ে কেন্দ্রের ল্যাব রিপোর্টে। মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ওই মামলা করেছেন এক আইনজীবী। মামলাকারীর অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বীদের রীতি লঙ্ঘন […]