আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-কে কাজে লাগিয়ে এবার ভারতের লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর ছক কষেছে চিন৷ এমনই চাঞ্চল্যকর দাবি করল তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট৷ শুধু ভারত নয়, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচন নিয়েও একই পরিকল্পনা করেছে চিন৷সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে পরীক্ষামূলক ভাবে এআই ব্যবহার করে ফলাফলে প্রভাব বিস্তারের চেষ্টা করে চিন৷ তাইওয়ানের পর এবার তাদের পরবর্তী লক্ষ্য ভারত, আমেরিকার মতো বড় দেশগুলি৷ অদূর ভবিষ্যতে গোটা বিশ্বে প্রায় ৬৪টি দেশে নির্বাচন রয়েছে৷ এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনও আসন্ন৷ যে দেশগুলিতে নির্বাচন রয়েছে সেখানে পৃথিবীর মোট জনসংখ্যার ৪৯ শতাংশ মানুষই বসবাস করেন৷ মাইক্রোসফট-এর থ্রেট ইন্টেলিজেন্স টিমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চিনের সরকারি মদতপুষ্ট সাইবার গ্রুপগুলি এআই প্রযুক্তি ব্যবহার করে ২০২৪ সালে গোটা বিশ্বে আসন্ন নির্বাচনগুলির জনমতের উপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাবে৷ এই কাজে চিনকে সাহায্য করবে উত্তর কোরিয়াও৷ মাইক্রোসফটের দাবি, এআই নির্ভর বিভিন্ন কনটেন্ট বা লেখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমত এমন ভাবে বদলে দেওয়ার চেষ্টা করবে চিন, যাতে ভোটের ফলে তাদের সুবিধে হয়৷ মাইক্রসফট-এর পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে, এমন ঘটনা অথবা খবর ছড়়িয়ে দেওয়া হবে যার কোনও সত্যতা নেই অথবা কখনও তা ঘটেইনি৷ এই ধরনের ভুয়ো তথ্য ক্রমাগত সমাজমাধ্যমে আসতে থাকলে এবং তার সত্যতা যাচাই না হলে ভোটারদের উপর এসবের প্রভাব পড়তে বাধ্য৷ যা নির্বাচনের ফলকেও প্রভাবিত করবে৷ চিনের এই অপচেষ্টা এখনও খুব সফল না হলেও ভবিষ্যতে যে তা কাজে লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেই মত মাইক্রোসফট-এর৷ তাইওয়ানে নির্বাচনের সময়ও ঠিক এ ভাবেই মিথ্যে তথ্য ছড়িয়ে দিয়েছিল চিন এবং তাদের সহকারী সাইবার গ্রুপগুলি৷ তাইওয়ানে ভোট চলাকালীন স্টর্ম ১৩৭৬ নামে এই সাইবার গ্রুপ খুবই সক্রিয় ছিল বলে দাবি মাইক্রোসফটের৷ ওই গ্রুপের পক্ষ থেকে বেশ কিছু প্রার্থী বিরুদ্ধে মিথ্যে তথ্য দিয়ে অডিও ক্লিপ, মিম ছড়ানো শুরু হয়৷ এমন কি, ইরানের দেখানো পথে এআই নির্ভর টিভি অ্যাঙ্করদেরও এই কাজে ব্যবহার করা হয়৷ তাইওয়ানে চিন বিরোধী ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী উইলিয়াম লাই এবং বেশ কিছু সরকারি আধিকারিকেদর বিরুদ্ধে নেতিবাচক তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়৷ আগামী ১৯ এপ্রিল থেকে ভারতে ১৭ তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে৷ যা চলবে ৪ জুন পর্যন্ত৷ তবে সমাজমাধ্যমে ভুয়ো তথ্য ছড়়িয়ে যাতে নির্বাচনে জনমতকে প্রভাবিত করা সম্ভব না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ গত মাসেই চ্যাট জিপিটি-র ডেভেলপার সংস্থার ওপেনএআই-এর সঙ্গে বৈঠক হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের৷
Related Posts
রাশিয়া সফর শেষে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি
রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৩ সালে অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। প্রায় দীর্ঘ ৪১ বছর পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। স্থানীয় সময়, মঙ্গলবার ভোররাতে ভিয়েনায় পৌছয় মোদীর বিমান। সে দেশে পৌঁছেই মোদী সামাজিক মাধ্যমে লেখেন, “ভিয়েনায় পৌঁছলাম। এটি একটি বিশেষ সফর। […]
সিডনির শপিং মলে ছুরি নিয়ে হামলা, চলল গুলি, মৃত ৬
সিডনির শপিং মলে হামলা। পুলিশ জানিয়েছে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক যুবক। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে। জানা গেছে শপিং মলে তখন বেশ ভিড় ছিল। আচমকাই এক যুবক ছুরি নিয়ে ঢুকে পড়েন। যাঁকে সামনে পেয়েছেন, তাঁকে ছুরি দিয়ে কুপিয়েছেন। এই হামলায় অন্তত ৬ জন মারা গেছেন। আহতের […]
অভিবাসী-বিরোধী বিক্ষোভে জ্বলছে ব্রিটেন, কড়া বার্তা প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার
অভিবাসন বিরোধী আন্দোলন ঘিরে ভয়াবহ হিংসায় জ্বলছে ব্রিটেন। শহরের জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এবার কড়া বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। জানালেন, অতি ডানপন্থীরা গায়ের রং দেখে সাধারণ মানুষকে টার্গেট করছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাঁদের কাউকে রেহাত করা হবে না। গোটা […]