ফের পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের রায়পুর ৷ সেখানকার আড়ংয়ে গরুপাচারের অভিযোগে দুই যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ ৷ দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, ১০-১২ জন যুবক প্রথমে তিন যুবকের কাছে থাকা গবাদি পশু কেড়ে নেয় ৷ তার পর তাঁদের বেধড়ক মারধর করে ৷ এরপর তাঁদের মহানদীতে ফেলে দেওয়া হয় । এই ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় । অন্য যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তৃতীয় যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন । রায়পুর পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে তিন যুবক একটি ট্রাকে ২৪টি গবাদি পশু নিয়ে মহাসমুন্দ হয়ে ওড়িশায় নিয়ে যাচ্ছিলেন । সেই সময়ই বৃহস্পতিবার রাতে আড়ংয়ে এই ঘটনা ঘটে ৷ প্রথমে ট্রাকটিকে ধাওয়া করে ১০-১২ জন যুবক ৷ ট্রাক আটক করার পর তাঁদের মারধরের ঘটনা ঘটে ৷
Related Posts
‘এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি, আগামীদিনেও কোনও কাগজ পাবে না, উনি নির্দোষ’, দাবি ডঃ সন্দীপ ঘোষের স্ত্রীর
আরজি কর দুর্নীতি মামলায় এবার ডঃ সন্দীপ ঘোষের বাড়িতে ইডি হানা। ‘উনি নির্দোষ, নিরাপরাধী’, বাড়িতে তল্লাশি শেষে বললেন স্ত্রী। তাঁর দাবি, ‘এখনও সন্দীপের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। আগামীদিনেও কোনও কাগজ পাবেও না। কারণ উনি কোনও দুর্নীতি করেননি’। ঘড়িতে তখন সাড়ে ৬টা। এদিন সাতসকালেই সন্দীপের বেলেঘাটার বাড়িতে হাজির হন ইডি-র আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। বাড়িতে […]
উত্তরপ্রদেশে বহুতল আবাসনে ধস, মৃত ৩ শিশু সহ ১০
ভারি বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল আবাসন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে দশজন। আহত একাধিক। জীবিত অবস্থায় উদ্ধার শুধুমাত্র পাঁচজন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। শনিবার রাতে তুমুল বৃষ্টি চলাকালীন জাকির কলোনির একটি চারতলা আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় আবাসনটিতে অনেকেই ছিলেন। তাতেই চাপা পড়েন সকলে। রবিবার সকালে জেলাশাসক জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে দশজনের […]
রাজ্যে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের নির্দেশ দিল ‘সুপ্রিমকোর্ট’, দেওয়া হল ডেডলাইন
পশ্চিমবঙ্গে উপাচার্য নিয়োগের জট কাটাতে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। সার্চ কমিটি গঠনের নির্দেশ সর্বোচ্চ আদালতের। প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতকে চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। তিন মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এই নির্দেশে খুশি ব্রাত্য বসু। “গণতন্ত্রের জয় হয়েছে”, উল্লেখ করে X হ্যান্ডেলে […]