আজ থেকে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন ২০২৪। ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। তার মধ্যে তামিলনাড়ুর ৩৯ আসনেই হচ্ছে ভোট। এছাড়া রাজস্থানের (১২), উত্তরপ্রদেশের (৮), মধ্যপ্রদেশের (৬), উত্তরাখণ্ডের (৫), অরুণাচল প্রদেশের (২), মেঘালয়ের (২), আন্দামান ও নিকোবরের (১), মিজোরামের (১), নাগাল্যান্ডের (১), পুডুচেরির (১), সিকিমের (১), লাক্ষাদ্বীপের (১) মহারাষ্ট্রের (৫), অসমের (৫), বিহারের (৪), পশ্চিমবঙ্গে (৩), মণিপুরের (২) ও ত্রিপুরা, জম্মু–কাশ্মীর ও ছত্তিশগড়ের একটি করে আসনে চলছে ভোটগ্রহণ। পাশাপাশি বিধানসভা নির্বাচন চলছে অরুণাচল প্রদেশের (৬০) ও সিকিমের (৩২) আসনে। এদিকে, শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে, প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই।’ ভোটদানের আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আজ গুরুত্বপূর্ণ দিন। দেশে শুরু হল নির্বাচন। সব ভোটারদের কাছে আবেদন, নিজের ভোটটা দিন।’ ভোটদানের আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও।
Related Posts
অবশেষে বিপর্যস্ত সিকিমে শুরু হল উদ্ধারকাজ, ৫০ পর্যটককে সড়ানো হল মঙ্গনে
অবশেষে বিপর্যস্ত উত্তর সিকিমে শুরু হল উদ্ধারকাজ ৷ খারাপ আবহাওয়া এবং মেঘভাঙা বৃষ্টিকে কার্যত উপেক্ষা করে উদ্ধারকাজ শুরু করল বর্ডার রোডস্ অর্গানাইজেশন (বিআরও) ৷ সেইসঙ্গে, যুদ্ধাকালীন তৎপরতায় তিস্তা নদীর উপরে নবনির্মিত তুং সেতু দিয়ে চুংথাং থেকে মঙ্গনের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ পুনরুদ্ধার করল বিআরও-এর সদস্যরা ৷ তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও পর্যন্ত ৫০ জন পর্যটককে উদ্ধার […]
বন্যায় ভাসছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক, ভেসে গেল গন্ডার সহ শতাধিক অসহায় বন্যপ্রাণ
প্রবল বন্যায় ভাসছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। ভেসে গিয়েছে ১৩৭ বন্য পশু। মৃত পশুদের তালিকায় রয়েছে ৬ গন্ডারও। যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা। মৃত পশুদের তালিকায় রয়েছে ১০৬টি হগ ডিয়ার, ২টি সম্বরও। তবে কাজিরাঙা কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে তারা ৯৯টি পশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ২টি গন্ডারের বাচ্চা ও ২টি হাতি শাবক রয়েছে। বন্যায় […]
চেন্নাইয়ে ভোট দিলেন রজনীকান্ত, কমল হাসান, বিজয় সেতুপতি, ধনুষ
দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ আসনে আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে। তামিলনাড়ুর সব আসনেই আজ ভোট। শুক্রবার সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছে যান দক্ষিণের প্রথমসারির মেগাস্টাররা। ভোরবেলায় বুথে গিয়ে ভোট দিলেন রজনীকান্ত। তারপর ভক্তদের সঙ্গে ছবিও তোলেন। খানিকক্ষণ পর সেই একই বুথে গিয়ে ভোট দিলেন অভিনেতা ধনুষ। ভোটাধিকার প্রয়োগ করতে […]