চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। লোকসভা ভোট ঘোষণার পর চতুর্থ বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মালদা উত্তরে ভোটপ্রচার করলেন মোদি। রাজ্যে তৃতীয় দফায় আগামী ৭ মে ভোট রয়েছে মালদার দুই আসনে। তার আগেই প্রচারে এসে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন মোদি। নরেন্দ্র মোদির বক্তব্য, ‘তৃণমূল রাজ্যের যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’ তারই সঙ্গে বিজেপির সরকার বাংলার জন্য কী করেছে তারও খতিয়ান দেন প্রধানমন্ত্রী। এদিন মালদার সভা থেকে কংগ্রেস ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেন মোদি। তাঁর দাবি, কংগ্রেস এবং তৃণমূলের জোট রয়েছে। তুষ্টিকরণের জন্য এই দুই দল যা খুশি করতে পারে। মালদহে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আরও বলেন, ‘তুষ্টিকরণের জন্য তৃণমূল এবং কংগ্রেস সিএএ বিরোধিতা করছে।’
Related Posts
মক পোলিং চলাকালীন EVM-এর ব্যালট ইউনিট চুরি, হুগলিতে গ্রেফতার বিজেপি এজেন্ট
মকপোলিং ও কমিশনিং চলার সময় EVM-এর ব্যালট ইউনিট চুরির অভিযোগ। গ্রেফতার এক বিজেপির এজেন্ট। ঘটনায় শোরগোল হুগলির শ্রীরামপুর কেন্দ্রে। বিষয়টি নিয়ে বিজেপিকে খোঁচা শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, হুগলির জনাই ট্রেনিং স্কুল চত্বরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করে নির্বাচন কমিশন। সেখানে থেকে এক ব্যাক্তিকে আটক করে চন্ডিতলা থানার পুলিশ। ধৃত ওই […]
পুজোর মুখে বন্ধ কাঁকিনাড়ার জুটমিল, কর্মহীন প্রায় ৩ হাজার শ্রমিক
পুজোর মুখে বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার কাকিনাড়ার একটি জুট মিল। তারফলে কর্মহীন হয়ে পড়লেন কারখানার প্রায় তিন হাজার স্থায়ী অস্থায়ী শ্রমিক। শ্রমিক-মালিক অসন্তোষের জেরে কাকিনাড়ার নফর চাঁদ জুট মিলে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ায় দিশেহারা শ্রমিকরা। আজ শনিবার মিলের ভিতরে শ্রমিক-মালিক অসন্তোষের চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে উৎপাদন […]
৬২৮ বছরে পা দিল মাহেশের রথ
শ্রীরামপুরের মাহেশের রথ শুধু হুগলি জেলার নয়, গোটা বাংলার কাছে পরিচিত হুগলির শ্রীরামপুরের মাহেশের রথে। এদিন সকালে গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ বের করে আনা হয় মন্দির প্রাঙ্গণের বাইরে। রথের দিন রীতি মেনে জগন্নাথ মন্দিরের দালানে ভক্তদের দর্শন দেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা। তার আগে দুদিন ধরে চলে নবযৌবন উৎসব। প্রথা অনুযায়ী স্নান […]