যুদ্ধের মাঝে ইউক্রেনে মোদি-জেলেনস্কির বৈঠক

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের আবহে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক মাস আগেই মোদী গিয়েছিলেন রাশিয়ার সফরে। সেখানে তিনি সেদেশরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এবার ইউক্রেনে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হল মোদির। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মোদীর এই ঐতিহাসিক সফর ঘিরে নজর রয়েছে গোটা বিশ্ব কূটনীতির। ইউক্রেনে মোদিকে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে করমর্দন করে জড়িয়ে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বহু রিপোর্টের দাবি, সেই সময় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ছিলেন আবেগঘন। তাঁকে সমানভাবে আলিঙ্গন করতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকেও। প্রসঙ্গত, মোদিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীন ইউক্রেনে পা রাখলেন। গত ৩০ বছর ধরে দুই দেশের মধ্যে রয়েছে সম্পর্ক। সেই সম্পর্ককে নতুন মাত্রা দেওয়া ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।  শুধু করমর্দন কিম্বা আলিঙ্গনই নয়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে কার্যত বন্ধুত্বপূর্ণ হাত রাখেন মোদি। 

error: Content is protected !!