রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের আবহে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক মাস আগেই মোদী গিয়েছিলেন রাশিয়ার সফরে। সেখানে তিনি সেদেশরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এবার ইউক্রেনে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হল মোদির। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মোদীর এই ঐতিহাসিক সফর ঘিরে নজর রয়েছে গোটা বিশ্ব কূটনীতির। ইউক্রেনে মোদিকে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে করমর্দন করে জড়িয়ে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বহু রিপোর্টের দাবি, সেই সময় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ছিলেন আবেগঘন। তাঁকে সমানভাবে আলিঙ্গন করতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকেও। প্রসঙ্গত, মোদিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীন ইউক্রেনে পা রাখলেন। গত ৩০ বছর ধরে দুই দেশের মধ্যে রয়েছে সম্পর্ক। সেই সম্পর্ককে নতুন মাত্রা দেওয়া ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। শুধু করমর্দন কিম্বা আলিঙ্গনই নয়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে কার্যত বন্ধুত্বপূর্ণ হাত রাখেন মোদি।
Related Posts
অস্ট্রিয়ার চ্যান্সেলারের সঙ্গে নৈশভোজ প্রধানমন্ত্রী মোদির
মস্কো সফর সেরে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিয়েনায় পৌঁছে সেদেশের চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে সারলেন নৈশভোজ ৷ ছবিও তুললেন কার্লের সঙ্গে ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখলেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য চ্যান্সেলারকে ধন্যবাদ ৷ আগামীকালের আলোচনার জন্য অপেক্ষা করছি ৷ ভবিষ্য়তে বিশ্বের উন্নতি স্বার্থে দুই দেশ এভাবেই একসঙ্গে চলবে ৷” এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ […]
ব্রিটেনে ভরাডুবি ঋষি সুনাকের, জয়ী লেবার পার্টির একাধিক বাঙালি মহিলা সদস্য
টানা পঞ্চমবারের মতো ব্রিটেনের সাধারণ নির্বাচনে জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। বর্তমানে তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সাল থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা নির্বাচিত হয়ে আসছেন রুশনারা আলী। জানা যায়, রুশনারা আলী ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট। এ রাজনীতিকের জন্ম বাংলাদেশের সিলেটের […]
ঘূর্ণিঝড়ের বিধ্বস্ত ভিয়েতনাম, মৃতের সংখ্যা বেড়ে ১৯৭
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভিয়েতনাম। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শক্তিশালী ইয়াগির তাণ্ডবে অত্যন্ত খারাপ অবস্থা ভিয়েতনামে। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭। নিখোঁজ আরও ১৩০ জন। ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। লাল নদীর জল ঢুকে বানভাসি রাজধানী হ্যানয়। ইয়াগিকে চলতি বছর এশিয়ার বুকে আছড়ে পড়া ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ বলে মনে করা হচ্ছে। শনিবার ভিয়েতনামে ১৪৯ […]