ওড়িশায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি ৷ ওড়িশা বিজেপির পরিষদীয় দলের তরফে মোহন মাঝিকে বিধানসভার দলনেতা বেছে নেওয়া হয় মঙ্গলবার ৷ এরপরই তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন রাজ্যে দলের পর্যবেক্ষক তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেই সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন রাজনাথ ৷ বুধবার শপথ নেবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা ৷ এদিন রাজ্য বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর রাজনাথ সিং বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে মোহন মাঝির নাম প্রস্তাব করেন কেভি সিং দেও ৷ এরপরই মোহন মাঝির নাম আমি বিজেপি নেতৃত্বের সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করছি ৷ ওঁর সঙ্গে কথা বলার পরই দুই উপমুখ্যমন্ত্রী হিসাবে কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পারিদাকে নির্বাচিত করা হয়েছে ৷”
Related Posts
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণ হলেন উপমুখ্যমন্ত্রী
চতুর্থবারের মতো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে এটি হবে তার চতুর্থ মেয়াদ। এই শপথ অনুষ্ঠান হচ্ছে বিজয়ওয়াড়ায়। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেলেগু চলচ্চিত্র তারকা পবন কল্যাণও।মঙ্গলবার, তেলেগু দেশম আইনসভা দল এবং এনডিএ আসনের সদস্যরা নাইডুকে তাদের নেতা নির্বাচিত করেছে। বিধায়কদের সম্বোধন করে নাইডু বলেছিলেন যে […]
বিশ্বাসঘাতকতার বদলা! মহারাষ্ট্রে বিজেপি শিণ্ডের এনডিএ-কে ছাপিয়ে গেল এনসিপি-উদ্ধবের ইন্ডিয়া!
উত্তরপ্রদেশ ৮০টি আসন ৷ তারপরেই মহারাষ্ট্রের ৪৮৷ জাতীয় রাজনীতি বিজেপির ‘৪০০ পাড়ের’ স্বপ্নপূরণে তাই মহারাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু, লোকসভা নির্বাচনে বোধহয় উদ্ধব ঠাকরেদের ‘বিশ্বাসঘাতকতা’র বদলা নিল মহারাষ্ট্রবাসীরা৷ শুধুমাত্র ভাল ফলাফলই নয়, বিজেপির চেয়ে এগিয়ে গেল ইন্ডিয়া জোট৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা-এনসিপির ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৩১টি […]
কেরলের ওয়েনাড়ে ভূমিধসে মৃত বেড়ে ৩৪৪, নিখোঁজ এখনও ৩০০
ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণহানি ক্রমশ বেড়েই চলেছে। কাদা ও বালির স্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে ৷ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ ৷ এখনও ৩০০-র বেশি নিখোঁজ বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ওয়েনাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি ও কংগ্রেসের সাধারণ […]