ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন মাঝি, বুধবার শপথ

ওড়িশায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি ৷ ওড়িশা বিজেপির পরিষদীয় দলের তরফে মোহন মাঝিকে বিধানসভার দলনেতা বেছে নেওয়া হয় মঙ্গলবার ৷ এরপরই তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন রাজ্যে দলের পর্যবেক্ষক তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেই সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন রাজনাথ ৷ বুধবার শপথ নেবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা ৷ এদিন রাজ্য বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর রাজনাথ সিং বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে মোহন মাঝির নাম প্রস্তাব করেন কেভি সিং দেও ৷ এরপরই মোহন মাঝির নাম আমি বিজেপি নেতৃত্বের সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করছি ৷ ওঁর সঙ্গে কথা বলার পরই দুই উপমুখ্যমন্ত্রী হিসাবে কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পারিদাকে নির্বাচিত করা হয়েছে ৷”

error: Content is protected !!