মুম্বই সিটিকে ২-১ গোলে হারিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

আইএসএল জয়ের পর লিগ শিল্ড চ্যাম্পিয়ন। সোমবার যুবভারতীতে মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারাল সবুজ মেরুন। বাগানের হয়ে গোল করেন লিস্টন‌‌ কোলাসো এবং জেসন কামিন্স। দুটো গোল‌ই দুর্দান্ত। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে মুম্বই সিটিকে টপকে লিগের একনম্বর মোহনবাগান। প্রথম লিগ শিল্ড জয় কলকাতার ক্লাবের। আন্তোনিও হাবাসের ট্রফির হ্যাটট্রিক। অ্যাটলেটিকো মাদ্রিদ, এটিকের হয়ে আইএসএল জিতেছিলেন। এবার বৃত্ত সম্পূর্ণ হল। মোহনবাগানকে লিগ শিল্ড দিলেন। চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র জোগাড় করে নিল সবুজ মেরুন। মুম্বইয়ের বিরুদ্ধে নবম সাক্ষাতে জয়। এর আগে ছ”বার হার, দু”বার ড্র ছিল। মোক্ষম সময় আইল্যান্ডারদের বিরুদ্ধে জয়ের খাতা খুলল বাগান। ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র মাঠে আবেগের ফোয়ারা। নিজেদের মধ্যে সেলিব্রেশনের পর গ্যালারির দিকে ছুটে যান দিমিত্রি, কামিন্সরা।‌ বাঁধনহারা উচ্ছ্বাসে মাতেন সবুজ মেরুন ফুটবলাররা। ৬১ হাজারের গ্যালারি উত্তাল। দলের হাতে ট্রফি তুলে দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সঙ্গে সঙ্গে চারিদিকে কনফেটি‌, রঙিন ধোঁয়ায় মায়াবী চেহারা নিল যুবভারতী।

error: Content is protected !!