ভোটের ঠিক আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ফের সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা এলাকা ৷ বিজেপি নেতার নাম প্রশান্ত বেরা। আটক করা হয়েছে তাঁকে। ওই গাড়িতে নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতীক সম্বলিত টি-শার্টও নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুরদা নাকা পোস্টে তল্লাশির সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয় ২৪ লক্ষ টাকা । এই টাকার কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি । যদিও এই নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরণ্ময় চট্টোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিজেপির নেতাদের ফাঁসাতে চক্রান্ত করেছে পুলিশ ৷ অন্যদিকে তৃণমূলের দাবি, ভোটে জেতার জন্য বিভিন্ন জায়গায় টাকা ছড়াচ্ছে বিজেপি ৷ আগামিকাল অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে, তার আগের দিন দাসপুরে নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
Related Posts
বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল
হাওড়া বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন স্টপেজ ছিল চুঁচুড়া স্টেশনে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও সেখানে না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। এতেই স্তম্ভিত অফিস ফিরতি যাত্রীরা। পরে আবার সেই ট্রেনই ফিরে আসে । এমনই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল ট্রেনের যাত্রীরা। এই ট্রেনটি বর্ধমান সুপার নামে পরিচিত যাত্রীদের […]
হাওড়া সালকিয়ার তাঁতিপাড়া বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত কলেজছাত্রী
বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক কলেজছাত্রীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিস। রাত ৯টা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় পূরবী দাস নামে বছর বাইশের ওই তরুণী তাঁর বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাবার দোকান। সেই দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট […]
বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল
বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল কমিশন ৷ মনোনয়নে ত্রুটি থাকাতেই এই সিদ্ধান্ত কমিশনের ৷ কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷ তাঁর মনোনয়ন ত্রুটিযুক্ত বলে জানান ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজ, শুক্রবারই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাচ্ছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর।