পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পুলিশের নাকা চেকিংয়ের সময় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা

ভোটের ঠিক আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ফের সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা এলাকা ৷ বিজেপি নেতার নাম প্রশান্ত বেরা। আটক করা হয়েছে তাঁকে। ওই গাড়িতে নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতীক সম্বলিত টি-শার্টও নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুরদা নাকা পোস্টে তল্লাশির সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয় ২৪ লক্ষ টাকা । এই টাকার কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি । যদিও এই নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরণ্ময় চট্টোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিজেপির নেতাদের ফাঁসাতে চক্রান্ত করেছে পুলিশ ৷ অন্যদিকে তৃণমূলের দাবি, ভোটে জেতার জন্য বিভিন্ন জায়গায় টাকা ছড়াচ্ছে বিজেপি ৷ আগামিকাল অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে, তার আগের দিন দাসপুরে নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

error: Content is protected !!