গরম থেকে অবশেষে স্বস্তির খবর মিলল, বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা বলে জানাল হাওয়া অফিস। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। আজ শুক্রবারে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায়। যদিও এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার পশ্চিমের পাঁচ জেলাতে তাপপ্রবাহের চলবে, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। যদিও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। আজ শুক্রবারে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায়। যদিও এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
Related Posts
বিধানসভা উপনির্বাচনে রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, জানাল নির্বাচন কমিশন
লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যে চারটি বিধানসভায় উপনির্বাচন। এর জন্য কবে থেকে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তা জানাল নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে বিধানসভা উপনির্বাচনের জন্য ২৬ জুন থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। যার মধ্যে ৪৭ কোম্পানি থাকবে বুথে। বাকি বাহিনী স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য […]
হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।হৃদযন্ত্রের জটিলতা এড়াতে সাহিত্যিকের বুকে পেসমেকার বসানো রয়েছে অনেকদিন ধরেই। চিকিৎসার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর সেই পেসমেকার বদলাতেও হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। সেই পেসমেকার পাল্টানোর অস্ত্রোপচারের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হন। সেই অস্ত্রোপাচার সফল হয়েছে। হাসপাতালে ভর্তির খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ তবে চিন্তার কোনও […]
সোশাল মিডিয়ায় আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ, লেকটাউন থেকে গ্রেফতার কলেজছাত্রী প্রীতি শর্মা
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য ৷ এই অভিযোগে গ্রেফতার করা হল এক কলেজ ছাত্রীকে ৷ তাঁর নাম প্রীতি শর্মা (২৩) ৷ তাঁকে গ্রেফতার করেছে তালতলা থানার পুলিশ । আজ ধৃত ছাত্রীকে শিয়ালদা আদালতে তোলা হবে ৷ জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ওই কলেজ ছাত্রী প্রশ্ন তোলেন এবং […]