বুধবার পর্যন্ত স্বস্তির কোনও পূর্বাভাস নেই। সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। জৈষ্ঠ্যের প্রবল দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অন্যদিকে প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে রাজ্যজুড়ে। রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত বুধবার পর্যন্ত গরম থেকে বড় রকমের স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি জারি থাকবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত এই বিক্ষিপ্ত বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে। তবে এই বৃষ্টি একান্তভাবেই স্থানীয়। এর সঙ্গে বর্ষার বৃষ্টির কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। এই অস্বস্তিকর পরিস্থিতিতে প্রশ্ন হল, বর্ষা কবে ঢুকবে? হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না বইলেও অস্বস্তিকর আবহাওয়া এবং আর্দ্রতা বজায় থাকবে। এই পরিস্থিতি ১২ তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে। আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে একটু লেট করে। হাওয়া অফিস জানিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় দেড় সপ্তাহ পরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী ২১ জুন থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে। নির্দিষ্টভাবে কোনও দিনক্ষণ না জানালেও ভারতীয় মৌসম ভবনের যে মাসিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়, সেটা বিশ্লেষণ করেই জানিয়েছেন তিনি।
Related Posts
নববর্ষের প্রাক্কালে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন মুখ্যমন্ত্রী
আজ সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবারও কালীঘাটের মন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে। তার আগে নকুলেশ্বর ভৈরব মন্দিরে পুজো দেন তিনি। শনিবার সন্ধে ৭ টা নাগাদ প্রথমে নকুলেশ্বর মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক কন্যা এবং পরিবারের একাধিক সদস্য। সেখানে আরতি করে, পুজো দিয়ে সোজা চলে যান […]
‘দিল্লির সরকার বেশি দিন টিকবে না, বিজেপিকে গদি থেকে নামাতে দিদির পাশে লড়াইয়ে থাকব’, একুশের মঞ্চ থেকে বার্তা অখিলেশের
২১ জুলাইয়ের মঞ্চে ভাষণ দিতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ যাদব। জানালেন, কর্মীরাই পার্টির সম্পদ। মমতা তাঁর দলের কর্মীদের কতটা সম্মান করেন, এটাই মনে করায় আজকের দিন। অখিলেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে এসেছি। এসে দেখছি এত মানুষ! দলনেত্রীকে অসংখ্য ধন্যবাদ আমায় আমন্ত্রণ জানানোর জন্য। উপস্থিত তৃণমূল নেতারা, এবং […]
আরজি কর কাণ্ডে ৩ চিকিৎসককে তলব করল সিবিআই
একদিকে যখন আরজি কর হাসপাতালে ধর্ষিতা ও নিহত চিকিৎসকের বাড়ি গেল সিবিআই তদন্তকারী দল, ঠিক সেই সময়ই ওই ঘটনার তদন্তে সিবিআই আরও ৩ চিকিৎসক তলব করল । সূত্রের খবর, অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ, এক মহিলা চিকিৎসক, চেস্ট মেডিসিনের প্রধানকে ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকেরা।শুধু তাই […]