আগামী ৪ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন ৷ সঙ্গে থাকবে ঝোড়ো দমকা হাওয়া। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে ৷ আজও তাপপ্রবাহের পরিস্থিতিতে অস্বস্তিকর গরম অনুভূত হবে পশ্চিমের কয়েকটি জেলায়। তবে কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতার আশেপাশের জেলাগুলোতে । মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । আকাশ মেঘলা থাকলেও আবহাওয়ার পরিবর্তন হবে ৷ বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। সবমিলিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের খবর স্বস্তি দিলেও, উত্তরবঙ্গের জনজীবন বৃষ্টিতে বিপর্যস্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও জারি রয়েছে উত্তরবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দখিনা বাতাস প্রবেশের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।”
আগামী ৪ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে
