ষষ্ঠ ও সপ্তম দফার লোকসভা নির্বাচন থেকে বাংলায় থাকছে 1 হাজার 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ বিগত 4 দফায় পশ্চিমবঙ্গে ভোট পর্যবেক্ষণের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বচন কমিশন ৷ সেইসঙ্গে থাকবে বিশাল সংখ্যায় রাজ্য পুলিশও ৷ অন্যদিকে পঞ্চম পর্বের নির্বাচনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরুর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে ৷ দেশের মধ্যে শুধুমাত্র বাংলার জন্য সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল ৷ তবে এবার সেই সংখ্যাও ছাপিয়ে যেতে চলেছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম তিন দফায় শান্তিপূর্ণ নির্বাচন হলেও চতুর্থ দফায় বহরমপুর, বীরভূমের কয়েকটি বুথে অশান্তির ছবি সামনে এসেছে ৷ চতুর্থ দফায় আসন অনুপাতে অনেক কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয় । কম ছিল কিউ আর টিও । যদিও বড় কোনও ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে কমিশন ৷ তবে শেষ দুই দফায় কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কমিশন ৷ এখনও পর্যন্ত নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হলেও দক্ষিণবঙ্গের বাকি আসনগুলির ক্ষেত্রে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে কোনও রকম ঝুঁকি নিতে চায় না কমিশন । শেষ তিন দফার নির্বাচন যেন রক্তপাত শূন্য হয়, তাই অনেক বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলায় । থাকছে রাজ্য পুলিশও ।
Related Posts
হাথরস পদপিষ্ট কাণ্ডে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের
শুক্রবার ভোরেই নয়া দিল্লি থেকে উত্তর প্রদেশের হাথরসের উদ্দেশে রওনা দেন লোকসভার বিরোধী দলনেতা। গত সোমবার হাথরসে এক ধর্মগুরুর সৎসঙ্গে পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়েছে। যার অধঘিকাংশই মহিলা, কয়েকজন শিশুও রয়েছে। এদিন, হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। হাথরসের পথে আলিগড়ের পিলাখনা গ্রামে থামে তাঁর কনভয়। এই গ্রামেও পদপিষ্ট হয়ে নিহত হওয়া বেশ কয়েকজনের […]
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ইরানের মৎস্যজীবীদের নৌকো
ইরানের মৎস্যজীবীদের নৌকা আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) কেরালা উপকূলের বেয়োরের পশ্চিমে ৬ ভারতীয় মৎস্যজীবী সহ আটক করে ইরানি নৌকাটি। নৌকাটি আটক করার পরে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি দল নৌকাটিতে উঠে সব দিক খতিয়ে দেখে। কোন অপরাধমূলক কার্যকলাপের জন্য নৌকাটি ব্যবহার করা হচ্ছিল কিনা সেই দিক খতিয়ে দেখা হয়। প্রাথমিক […]
মহিলারা সম্পত্তি কিনলে স্ট্য়াম্প ডিউটি কম, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
২০২৪-২৫ বাজেট ২৩ জুলাই সংসদে পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদি ৩.০ সরকারের এইটিই প্রথম বাজেট। এই নিয়ে সংসদে সপ্তমবার বাজেট পেশ করেন নির্মলা। এবারের বাজেটে মহিলা শ্রমশক্তির দিকে নজর দিয়ে নির্মলা সীতারামন ঘোষণা করেন,’ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ। হস্টেল তৈরি করবে সরকার, মহিলাদের দক্ষতা বৃদ্ধির দিকেও […]