শেষ হল দেশের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানাচ্ছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়। সব মিলিয়ে মোট ৮৮ আসনে ভোট হয়েছে। এর মধ্যে রয়েছে কেরলের ২০টি আসন। ১৪টি কর্নাটকের, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে আটটি, মধ্যপ্রদেশের সাতটি, বিহার এবং অসমে পাঁচটি, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোটগ্রহণ হয়েছে। এ ছাড়াও জম্মু-কাশ্মীর, মণিপুর এবং ত্রিপুরায় একটি করে আসনে ভোট হয়েছে শুক্রবার। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোটদানের হার প্রায় ৬১ শতাংশ। দেশের মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্য দিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৭৪ শতাংশ, ৫৩.০৩ শতাংশ এবং ৫৩.৫১ শতাংশ। দ্বিতীয় দফায় বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি। গত বারের লোকসভা ভোটের হারের সঙ্গে তুলনা করলে যা কিছুটা কমই। তবে প্রথম দফায় যদিও বা বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা সামনে এসেছে, দ্বিতীয় দফায় বড় কোনও গন্ডগোল হয়নি বলে দাবি করেছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। এ জন্য ওয়েব কাস্টিংয়ের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে।
Related Posts
ভারতেই আছেন শেখ হাসিনা! সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রের তরফে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতেই আছেন। জয়শঙ্করের তাঁর বিবৃতিতে বলেন, “খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে হাসিনা আবেদন করেন এ দেশে আসার জন্য। অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। আমরা পরিস্থিতির উপর নজর […]
রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন বাংলার ডিজে
রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক ডিজে৷ নিহত ওই যুবকের নাম সঞ্জীব৷ পানশালায় আসা কয়েকজন যুবকের সঙ্গে পানশালার বাউন্সারদের হাতাহাতির পরই এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, রবিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানীর রাঁচি একটি নামজাদা হোটেলের পানশালায় এই ঘটনা ঘটে৷ মহিলাদের উত্যক্ত করা নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে খবর৷ পুলিশ জানিয়েছে, প্রথমে পানশালায় আসা কয়েকজন […]
এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করার পাশাপাশি উচ্চ আদালতের তরফে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি। জানা যাচ্ছে, আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে বুধবার সকাল ১০ টা নাগাদ […]