দ্বিতীয় দফায় গোটা দেশে ভোট দানের হার ৬০.৯৬ শতাংশ, বাংলায় ৭১.৮৪ শতাংশ

শেষ হল দেশের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানাচ্ছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়। সব মিলিয়ে মোট ৮৮ আসনে ভোট হয়েছে। এর মধ্যে রয়েছে কেরলের ২০টি আসন। ১৪টি কর্নাটকের, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে আটটি, মধ্যপ্রদেশের সাতটি, বিহার এবং অসমে পাঁচটি, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোটগ্রহণ হয়েছে। এ ছাড়াও জম্মু-কাশ্মীর, মণিপুর এবং ত্রিপুরায় একটি করে আসনে ভোট হয়েছে শুক্রবার। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোটদানের হার প্রায় ৬১ শতাংশ। দেশের মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্য দিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৭৪ শতাংশ, ৫৩.০৩ শতাংশ এবং ৫৩.৫১ শতাংশ। দ্বিতীয় দফায় বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি। গত বারের লোকসভা ভোটের হারের সঙ্গে তুলনা করলে যা কিছুটা কমই। তবে প্রথম দফায় যদিও বা বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা সামনে এসেছে, দ্বিতীয় দফায় বড় কোনও গন্ডগোল হয়নি বলে দাবি করেছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। এ জন্য ওয়েব কাস্টিংয়ের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। 

error: Content is protected !!