মুম্বইয়ে UPSC-র ছাত্রীর গায়ে দাহ্য পদার্থ ছুঁড়ে লুটপাট চালালো দুই দুষ্কৃতি

UPSC-র প্রস্তুতি নিচ্ছেন এক ছাত্রীর গায়ে দাহ্য পদার্থ ছুড়ে ছিনতাইয়ের ঘটনা। দুই চোর প্রথমে মেয়েটির গায়ে দাহ্য পদার্থ ছুড়ে পরে তার ল্যাপটপ লুট করে। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় বসবাসকারী এই তরুণী ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে কল্যাণ পূর্বের পার্কিং এলাকায়, যেখানে অভিযুক্তরা মেয়েটিকে একা পেয়ে দাহ্য পদার্থ ছুড়ে ফেলে এবং তার ল্যাপটপ চুরি করে। এ ঘটনায় মেয়েটি সামান্য আহত হয়েছে। কোলসেওয়াড়ি থানার পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং চোরদের খোঁজ শুরু করেছে। তথ্য অনুযায়ী, কল্যাণের লোকগ্রাম এলাকায় বসবাসকারী তার এক বন্ধুকে ল্যাপটপ দিতে এসেছিল ওই তরুণী। মেয়েটি কল্যাণ পূর্ব রেল স্টেশনের কাছে পার্কিংয়ে এসেছিল। এসময় অজ্ঞাত দুই যুবক তার কাছে আসে। তার শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়। সে চোখ বন্ধ করলে চোরেরা তার কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

error: Content is protected !!