প্রয়াত হলেন তামিল ইন্ডাস্ট্র্রির জনপ্রিয় সুরকার প্রবীন কুমার৷ মাত্র ২৮ বছরে না ফেরার দেশে চলে গেলেন প্রবীন কুমার৷ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুরকার প্রবীন কুমার৷ দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার সকালে প্রয়াত হন তিনি৷ বুধবার ১ মে বিকালে প্রবীন কুমারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তামিল ইন্ডাস্ট্রি৷ উদীয়মান সঙ্গীত শিল্পীর অকাল প্রয়াণে সমবেদনা ও শ্রদ্ধা জানিয়েছেন৷ সন্ধ্যা ৬ টায় তাঁর বাসভবনে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ তামিল ইন্ডাস্ট্রির তারকারা শ্রদ্ধা জানাতে আজ তাঁর বাসভবনে যাবেন বলে শোনা যাচ্ছে৷ তাঁর অকালমৃত্যুতে বিরাট ক্ষতি বিনোদন জগতে৷
Related Posts
৩মাস কাজ নেই, ফেডারেশন-গিল্ডের বিরুদ্ধে ক্ষোভ! হতাশায় আত্মহত্যার চেষ্টা কেশসজ্জা শিল্পীর
প্রতিবাদের কারণে তিনমাস আগে সাসপেন্ড করা হয়েছিল ৷ কাজে যোগ দেওয়ার পরও তা কেড়ে নিত হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন ৷ অবশেষে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস ৷ শনিবার হোয়াটস্ অ্য়াপে সাধারণ সদস্যদের গ্রুপে পুরো বিষয়টি জানিয়ে একটি ভয়েস ম্যাসেজ করেন তনুশ্রী ৷ একটা চিঠিও লেখেন তিনি ৷ এরপর গায়ে কেরোসিন […]
বিজেপি-তে যোগ দিলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়
ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন মুম্বইয়ের টেলিভিশন তারকা ‘অনুপমা’ রূপালি গঙ্গোপাধ্যায়। বুধবার, ১ মে, নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ খবরে শিলমোহর দেওয়া হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে বাঙালি অভিনেত্রী বলেন, “আমি এখানে এসে সম্মানিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে নানা ভাবে প্রভাবিত করেছেন। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত। বিজেপি দুর্দান্ত কাজ করছে এবং […]
সলমনের অপেক্ষায় ‘বজরঙ্গি ভাইজান ২’, তৈরি চিত্রনাট্য
হিন্দি সিনেমার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবির পর কবে তার সিক্যুয়েল আসবে এরই অপেক্ষায় ছিলেন সলমন অনুরাগীরা ৷ তাঁদের জন্য সুখবর ৷ অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে ৷ ‘বজরঙ্গি ভাইজান ২’-এর চিত্রনাট্য তৈরি রয়েছে ৷ শুধু সলমন খানের হ্যাঁ-এর অপেক্ষায় ৷ ভাইজান দুবাই থেকে ফিরলেই তাঁকে চিত্রনাট্য শোনাবেন নির্মাতারা ৷ এরপরই […]