আজ মঙ্গলবার নবান্ন অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজকের এই নবান্ন অভিযান ঘিরেই অশান্তি-অরাজকতার ছক কষেছে বিরোধীরা। এর জেরে সতর্ক পুলিশও। প্রশাসনের তরফে একাধিক স্টেশনে চলছে তল্লাশি। সোমবার বিকেল থেকেই কড়া নজরদারি শুরু হয়েছে হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে। সিসিটিভি, লাগেজ স্ক্যানারে ও পার্সেল সামগ্রীর উপর তল্লাশিতে লাগানো হয়েছে পুলিশ কুকুরও। রেল পুলিশ কর্তাদের কথায়, অন্য রাজ্য থেকে এসে অরাজকতা চালানোর মতো কার্যকলাপ হতে পারে। গোয়েন্দা রিপোর্টের পর হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে। বাইরে থেকে যেসব দূরপাল্লার ট্রেনগুলো আসছে তার যাত্রীদের জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ব্যাগে লুকিয়ে আনা হতে পারে আগ্নেয়াস্ত্র ও ইট,পাথরও।
Related Posts
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। কোচবিহারে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিয়ো ক্লিপ দিয়ে অভিযোগ। কোচবিহারে জনসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘অপত্তিকর ভাষা কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, […]
ঘূর্ণাবর্তের জেরে আগামী ৭ দিন রাজ্য বৃষ্টির সম্ভাবনা
চলতি সপ্তাহে বৃষ্টি চলবে রাজ্যজুড়ে ৷ ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে। এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে ৷ পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। […]
রাজ্যপাল পদ দিয়ে যৌন হেনস্তা আড়াল করা যাবে না, সুপ্রিমকোর্টের নির্দেশের পর বিবৃতি মুখ্যমন্ত্রীর আইনজীবীর
শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্পষ্ট যে রাজ্যপাল এতদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিবৃতি দিচ্ছিলেন। রাজ্যপালের পদ দিয়ে যৌন হেনস্তার অভিযোগ আড়াল করা যাবে না। রাজ্যে লোকসভা নির্বাচনী আবহে গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী […]