এবার মহেশ ভাটের ক্যাম্পে নাম লিখিয়েছেন নমোশি চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নিজে সাংবাদিকদের জানিয়েছেন, এটি প্রথম ছবির মতো রোমান্টিক কমেডি নয়। ভাট প্রযোজনা সংস্থার সিগনেচার রহস্য-রোমাঞ্চ ছবিতে এবার দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি নায়িকা, সহ-অভিনেতাদের নামও। চেহারায়, উচ্চতায়, চলনে বলনে যেন বাবার প্রতিচ্ছবি তিনি। বলিউডে যাতে মাটি কামড়ে পড়ে থাকতে পারেন তার জন্য অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা সংস্থাও খুলেছে।
Related Posts
‘ওডেলা ২’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে
তামান্না ভাটিয়ার আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর জন্য শিরোনামে রয়েছেন। মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ‘ওডেলা ২’ ক্রাইম-থ্রিলার ফিল্ম ”ওডেলা রেলওয়ে স্টেশন’-এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এখন এই ছবিটি সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। ‘ওডেলা ২’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শুক্রবার, ছবিটির নির্মাতারা এর শুটিং সম্পর্কিত […]
‘ন্যায় ফর SSR জন আন্দোলন’ শুরু করলেন প্রয়াত অভিনেতার দিদি
‘ন্যায় ফর এসএসআর জন আন্দোলন’ শুরু করলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সি কীর্তি। সুশান্তের মৃত্যুর পিছনে কী কারণ, সে বিষয়ে কারণ খুঁজতেই এবার ফের ভাইয়ের হয়ে বিচার চাইলেন শ্বেতা সিং কীর্তি। পাশাপাশি সুশান্তের মৃত্যুর কারণ খুঁজতে এবার যাতে সিবিআই তদন্ত হয়, সেই দাবিও করেন প্রয়াত অভিনেতার দিদি। নিজের সোশ্যাল হ্যান্ডেল স্বেতা শিং কীর্তি সুশান্তের […]
সাত পাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ
সাত পাকে বাঁধা পড়লেন অদিতা রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি ৷ একেবারে সাদামাটা ভাবে তাঁদের বিয়ের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই অনুরাগী-সহ বলিউডের তারকারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে ৷ সোমবার অদিতি বিয়ের একাধিক ছবি শেয়ার করেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ৷ ক্যাপশনে লেখেন, “তুমি আমার সূর্য, আমার চাঁদ, […]