আজ সন্ধে ৭টা নাগাদ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার আগে সকালে রাজঘাটে গেলেন মোদি। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। ফুল নিবেদন করে প্রণাম জানান। এরপর পৌঁছন সদৈব অটল স্মৃতিসৌধে। সেখানে অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। মহাত্মা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীকে প্রণামের পর ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান তিনি। দেশের জন্য মৃত শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ রাষ্ট্রপতি ভবনে সন্ধে ৭টা ১৫ মিনিটে শপথগ্রহণ করবেন মোদি। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ একাধিক রাষ্ট্রনেতা। মোদির সঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি।
Related Posts
বিজেপি শাসিত মণিপুরে জ্বালিয়ে দেওয়া হল সিআরপিএফ জওয়ানদের বাস
বিজেপি শাসিত রাজ্য মণিপুরে বাস ভর্তি জওয়ানদের পুড়িয়ে মারার ছক কষা হল। বাসটি সিআরপিএফ রক্ষীদের নিয়ে যাওয়ার সময় হামলা হয়। বাসটিকে ঘিরে তাতে আগুন ধরানো হয়। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আলোড়ন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আবার নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুরের কাংপোকপি। সিআরপিএফের এই বাস জ্বালিয়ে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। যদিও এই ঘটনায় কারও প্রাণহানি […]
১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যার
৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গত ১৬ মাস ধরে দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। সেখানেই বন্দি রয়েছেন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলও। বুধবার গরু পাচারের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলাতেই জামিন পেয়েছেনন সুকন্যা। ২০২৩ সালের ২৬ এপ্রিল ইডির হাতে […]
গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট
অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন গরুপাচার মামলায়। গত প্রায় দু’ বছর ঠিকানা ছিল তিহাড়। তবে মেয়ে সুকন্যার পর, এবার জামিন পেলেন বীরভূমের কেষ্ট। মেয়ের জামিনের ১০ দিনের মাথায় জামিন পেলেন তিনি। পুজোর আগেই ফিরবেন নিজের গড়ে, জানা যাচ্ছে তেমনটাই। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এদিন গরু পাচার মামলায় জামিন দেয় তৃণমূল নেতাকে। এর আগেই তাঁকে জামিন […]