স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে মাত্র দেড় লক্ষ ভোটে জয়ী, সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী রায়বরেলিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন। শেষ খবর পাওয়া অবধি, রায়বরেলি থেকে ৪ লক্ষের বেশি ভোটে বিজেপির দীনেশ সিংহকে হারিয়ে দিলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি পেয়েছেন ৬০৮,২০১ ভোট, পাল্টা অজয় রাই পেয়েছেন ৪৫৭,৭৭৮ ভোট।
Related Posts
গভীর রাতে জোড়া ভূমিকম্প কেঁপে উঠল আন্দামান ও আফগানিস্তান
গভীর রাতে জোড়া ভূমিকম্প। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের পড়শি দেশ আফগানিস্তানও কাঁপল ভূমিকম্পে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পরের তীব্রতা ছিল ৪.৩। আফগানিস্তানে রিখটার স্কেলে কম্পনের তীব্রতাও ছিল ৪.৩। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। ভারতীয় সময় অনুযায়ী, রাত ১টা বেজে ৫ মিনিটে প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল […]
🔴LIVE: বাজেট ২০২৪
সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ জোটের সরকার। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর ফলে এবারের বাজেটে একাধিক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরপ্রদেশের ফারুখাবাদে ২ কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার
যোগী রাজ্যে ২ কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। উত্তরপ্রদেশের ফারুখাবাদে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদের একজনের বয়স ১৮, অপর জন ১৫ বছর বয়সী। খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। মৃতের পরিবার জানান, জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে একটি অনুষ্ঠানে গিয়েছিল মেয়ে তারা। বৃষ্টির কারণে সন্ধ্যায় […]