নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। তার পরিপ্রেক্ষিতেই এবার মতামত জানতে চেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ও সিবিআই-কে নোটিস পাঠাল সুপ্রিমকোর্ট। নিট পরীক্ষা পরিচালন পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল হওয়া ৭টি আবেদনের উপর শুক্রবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনগুলির মধ্যে একটিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়। সেই নিয়েই তাঁদের মতামত জানতে চেয়ে এনটিএ ও সিবিআই-এর উদ্দেশে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৮ জুলাই। ফলে পিছিয়ে গেল নিট সংক্রান্ত সব মামলা দিল্লি হাইকোর্টে পাঠানোর আবেদনের শুনানিও। প্রসঙ্গত, গতকালই সুপ্রিমকোর্টে NTA জানায় যে, বাদ যাবে গ্রেস মার্কস। ফের পরীক্ষা নেওয়া হবে ২৩ জুন। ফলপ্রকাশ ৩০ জুন। যাতে সায় দেয় সুপ্রিম কোর্ট। সেই পরিপ্রেক্ষিতেই আবার পরীক্ষা নেওয়া হবে ১৫৬৩ জন পরীক্ষার্থীর। আগে গ্রেস মার্কস বাদ দেওয়া হবে। তারপর গ্রেস ছাড়া প্রাপ্ত মার্কস ওই ১৫৬৩ জনকে জানানো হবে। তারপর তাঁদের অপশন দেওয়া হবে পুনরায় পরীক্ষা দেওয়ার। এখন তাঁরা ঠিক করবেন যে, তাঁরা কি আবার পরীক্ষায় বসবেন না গ্রেস মার্কস ছাড়াই কাউন্সেলিংয়ে যাবেন! পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে যে, কাউন্সিলিংয়ে কোনও স্থগিতাদেশ নয়। সেইসঙ্গে পরীক্ষা বাতিল নয় বা সবার আবার পরীক্ষাও নয়।
Related Posts
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক
এবার কলকাতায় বিমানে বোমাতঙ্ক । কলকাতা থেকে পুনে যাওয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক। বিমান নম্বর আই৫-৩১৯। জানা গিয়েছে, শতাধিক যাত্রী ছিলেন ওই বিমানে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে নামিয়ে আনা হয়েছে। তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটিকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে একজন সন্ধেভাজনকে। এর আগে, এপ্রিল মাসে পরপর বোমা-হুমকি আসে […]
মুসৌরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত্যু ৫
মুসৌরি-দেরাদুন রোড ঝাড়িপানি রোডের ওয়াটার ব্যান্ডের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার যুবক ও এক তরুণী রয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুসৌরি পুলিশ ফায়ার সার্ভিস এবং এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গাড়িসহ খাদে পড়ে যাওয়া দুই মেয়েকে খাদে থেকে উদ্ধার […]
পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ!
পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ। তথ্যপ্রমাণ ও ব্যাঙ্কের নথি দেখিয়ে মাধবীর বিরুদ্ধে অভিযোগ তুলল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। ১৭ থেকে ২১ সাল পর্যন্ত সেবির স্থায়ী সদস্য হওয়া সত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে চার বছরে ১৬ কোটির টাকার বেশি বেতন […]