রেমালের জেরে ৪৪টি ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপনকারী ৪৪টি ট্রেন২৭মে থেকে ২৯ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। রবিবার অর্থাৎ, ২৬ মে রাত ১১টা ৩০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, রেমালের সতর্কতার জন্যই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। ২৭ থেকে ২৯ মে পর্যন্ত তিনদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের পাঁচটি ডিভিশনের ৪৪টি ট্রেন বাতিল করা হয়েছে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন, রঙিয়া রেলওয়ে ডিভিশন, কাটিহার রেলওয়ে ডিভিশন, লামডিং রেলওয়ে ডিভিশন এবং তিনশুকিয়া রেলওয়ে ডিভিশনের ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপনকারী ট্রেনগুলিকেই বাতিল করা হয়েছে।
Related Posts
রানাঘাটে ভোটের আগেই ফের বিজেপি বড় ভাঙন,
এনডিএ চারশো আসন পার করে ফেলবে বলে হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু রানাঘাট থেকে তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বললেন, ৪ জুন চারশো ভোল্টের ধাক্কা খাবে বিজেপি৷ একই সঙ্গে অভিষেকের দাবি, প্রথম দফায় উত্তরবঙ্গের যে তিনটি কেন্দ্রে ভোট হয়েছে, সেই তিনটি আসনেই জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা৷ রবিবার মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা […]
Cyclone Remal: ল্যান্ডফলের পরেই আচমকা ঘুরে যেতে পারে ঘূর্ণিঝড় রিমল!
ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে রিমল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে […]
‘কাঁথিতে জিতে গেছে তৃণমূল, অথচ বিজেপিকে জেতাতে দেওয়া হচ্ছে না সার্টিফিকেট’, অভিযোগ মুখ্যমন্ত্রীর
বিধানসভা ভোটের পর এবার লোকসভা ভোট। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক জিতলেও তাঁকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের সবুজ ঝড় এবং দেশজুড়ে বিজেপির অপ্রতিরোধ্য বিজয়রথে ‘লাগাম’ পরাতে পেরেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কাঁথিতে […]