রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে মূল চক্রান্তকারী মুজাম্মিল শরিফকে আগেই গ্রেফতার করেছে এনআইএ (NIA)। এবার গ্রেফতার হল বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ ঘটনার সঙ্গে যুক্ত আরও দুজন। মুসাভির শাজিব হুসেন এবং আব্দুল মাঠিন আহমেদ তাহা। প্রায় দেড় মাসের তদন্ত অভিযানের পর দুই অভিযুক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে এনআইএ গ্রেফতার করেছে মুসাভির এবং আব্দুলকে। দুই অভিযুক্তকে কর্ণাটকের শিবমোগায় আইসিস সেলের সদস্য বলে সন্দেহ করছে কেন্দ্রীয় সংস্থা। বেঙ্গালুরু ক্যাফে ব্লাস্টের দুই অভিযু্ক্তকে এনআইএ গ্রেফতারের পরেই তা নিয়ে সরব হয়েছে তৃণমূল। অভিযুক্তদের গ্রেফতার নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছে। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন।
Related Posts
বোলপুর-বীরভূমে জয়ের ব্যবধান বাড়বে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
লোকসভা ভোটে মুখে বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টগড়ে তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তিনি। বললেন, ‘সকলে একজোট হয়ে লড়ছে, তৃণমূলে নেই গোষ্ঠীদ্বন্দ্বও। তৃণমূলের জয়ের ব্যবধান দুটি আসন থেকেই আগামী দিন বাড়বে। বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে’। বুধবার, তারাপীঠে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর […]
নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে মারধর করে ৩০০মিটার দৌড় করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, গ্রেফতার বুথ সভাপতি তাপস দাস
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই রাতেই ভাঙচুর করা হয় আরজি কর হাসপাতাল। এই আবহে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠল। তার জেরে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে […]
প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দেউচায় বিপুল কর্মসংস্থানের আশ্বাস
বিজেপির ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল, আর একদিকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের আশ্বাস তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, বীরভূমের হাসনে দলীয় প্রার্থীর সমর্থনের সভা থেকে ১লক্ষ কর্মসংস্থানের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। তাঁদের কী অপরাধ তাঁরা জানে না! […]