রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিংয়ের ৫২মিনিটের বৈঠক হয়েছে ৷ এই এনআইএ এসপি’র বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ, দাবি কুণালের ৷ তৃণমূল মুখপাত্রের দাবি, ভোটের আবহে অভিযোগ, নিউটাউনে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়ির ভিসিটর বুকে জিকে তিওয়ারির নাম। ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। জে জিরো সিক্স সিক্স ফ্ল্যাটে গিয়েছিলেন। গিয়েছিলেন সন্ধ্যা সাড়ে ছটায়। ছিলেন সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত। কুণালের অভিযোগ, ”ধনরাম সিং স্বরাষ্ট্র মন্ত্রকের আস্থাশীল। এই ভদ্রলোকের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছাকাছি সম্পর্ক আছে। হোম মিনিষ্ট্রি জড়িত। এটা পুরোপুরি বিজেপি ও এনআইএ-এর পরিকল্পিত চক্রান্ত।” তৃণমূলের সাংবাদিক বৈঠকের মাঝেই এ নিয়ে ট্যুইটও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এনআইএ এসপি ধনরাম সিংকে বহিষ্কার করুন নির্বাচন কমিশন৷ BJP-র বিরুদ্ধে ফের একবার ‘এজেন্সি রাজনীতি’-র অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর NIA আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি, সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন তিনি। কুণালের দাবি, ‘মানুষ জেনে গিয়েছে, BJP-র ক্যাডার হিসেবে NIA-কে ব্যবহার করা হচ্ছে।’ ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে শনিবার ‘আক্রান্ত’ হতে হয় NIA-কে। এরপরেই গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে। এরপর থেকেই তপ্ত রাজনৈতিক মহল। ভোটের সময় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হল তৃণমূলের পক্ষ থেকে।এর আগে জলপাইগুড়ির প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রামনবমী নিয়ে নিজেরাই বাংলায় হিংসা ছড়িয়েছে । তারপর এনআইএ’কে পাঠিয়ে দিয়েছে ।
Related Posts
ছাত্র মিছিলের আড়ালে বড়সড় অশান্তি পাকানোর ছক! নবান্নের নিরাপত্তার দায়িত্বে ৯৭ উচ্চপদস্থ পুলিশ কর্তা
ছাত্র সমাজের ডাকে ২৭ তারিখ নবান্ন অভিযান। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার ফের উত্তাল হবে কলকাতা। গোয়েন্দাদের আশঙ্কা, এই মিছিলের আড়ালে বড়সড় অশান্তি পাকানোর ছক কষা হয়েছে। সে কথা মাথায় রেখেই নবান্ন অভিযানের দিন কার্যত ‘দুর্গে’ পরিণত করা হচ্ছে নবান্ন এবং তার চারপাশের এলাকাকে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন […]
Sanjay Rai CCTV Footage: হেলমেট হাতে সিঁড়ি দিয়ে উঠে আসছে ‘সঞ্জয় রাই’, আরজি কর হাসপাতালের হাড়হিম সিসিটিভি ফুটেজ!
সিঁড়ি দিয়ে উঠে আসছে এক যুবক। গলায় ঝোলানো মোবাইলের হেড ব্যান্ড। সিসি ক্যামেরার ফুটেজ তাই দেখা যাচ্ছে। কে এই যুবক? দাবি করা হচ্ছে এই যুবকই হল অভিযুক্ত ধৃত সঞ্জয় রাই। তার হাতে একটা হেলমেট ছিল বলে দাবি করা হচ্ছে। তার মানে বাইকে চেপে এসেছিল মূর্তিমান। সেই ভিডিওতে দেখা গিয়েছে ৯ অগাস্ট আরজিকর মেডিক্যাল কলেজ ও […]
ত্রিপল-বাঁশ খোলা নিয়ে ধোঁয়াশা কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব জুনিয়র চিকিৎসকদের
বুধবার রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ এবং পেডেস্টাল ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকরেটরের লোকেদের। বৃহস্পতিবার সকালেও সেই ছবি দেখা গিয়েছে। যা থেকে গুজব ছড়ায়, পুলিশ ডেকরেটার্সদের চাপ দিচ্ছে ত্রিপল-বাঁশ খুলে নেওয়ার জন্য। যদিও শুরুতেই বিধাননগর পুলিশ কমিশনার জানিয়ে দেন, পুলিশের তরফ থেকে কোনও চাপ দেওয়া হয়নি। […]