আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। তবে ঘটনার ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ছাড়া দ্বিতীয় কেউ এই ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়নি। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু, সেভাবে অগ্রগতি দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা। তারা তদন্তকারী সংস্থার কাছে দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করার আর্জি জানিয়েছেন। একইসঙ্গে, নিজেদের সুবিধার জন্য কেউ যেন তাঁদের মেয়েকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সে বিষয়েও অনুরোধ জানিয়েছেন নির্যাতিতরা বাবা-মা। সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘১৪ দিন পেরিয়ে গিয়েছে। আমরা এখন ধৈর্য হারাচ্ছি। সিবিআইকে আরও সক্রিয় হতে হবে। সিবিআই-এর প্রতি মানুষের আস্থা আছে এবং আমরাও তাদের বিশ্বাস করি। কিন্তু, তারা এখনও পর্যন্ত মামলার সমাধান করতে পারেনি। তাদের দ্রুত মামলার সমাধান করা উচিত।’ নির্যাতিতার মা বলেন, ‘প্রতিটি দিন এখন আমাদের কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রতিটা দিনই আমাদের কাছে এক বছরের মতো মনে হচ্ছে। আমাদের সিবিআই-এর ওপর আস্থা আছে। কিন্তু, ধৈর্য হারানোর আগে দোষীদের খুঁজে বের করতে হবে।’ নির্যাতিতার বাবার এও জানান, তারা পলিগ্রাফ পরীক্ষার মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। তিনি জানান, ‘আমরা প্রায় ৬ ঘণ্টা ধরে সিবিআইয়ের সঙ্গে কথা বলেছি। আমরা যা জানি তা তাদের বলেছি।’ এদিকে, নির্যাতিতাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেক ভুয়ো পোস্ট হচ্ছে। তা নিয়ে তাঁরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করার পাশাপাশি সমাজ মাধ্যমে অবমাননাকর মন্তব্য এবং অনুপযুক্ত ছবি প্রচার বন্ধ করার আবেদন জানিয়েছেন। নির্যাতিতার বাবার আর্জি, ’অনুগ্রহ করে ওকে কারও ব্যবসার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।’ এর আগেও মেয়ের ছবি পোস্ট না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তারপর অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের পোস্ট মুছে ফেলেছে বলে তিনি জানান। নির্যাতিতার ধর্ষণের জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
Related Posts
আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার ৪ ব্যবসায়ীর ঠিকানায় ইডির তল্লাশি
আন্তর্জাতিক আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার ৪ ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। শনিবার সকালে কলকাতা ও শহরতলির ৪ ঠিকানায় পৌঁছে যান ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ভারতের চিটফান্ডের টাকা বিদেশে পাচারে যুক্ত ওই ব্যবসায়ীরা। ভারত থেকে চিটফান্ডের কয়েক হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগের তদন্ত করছিল ইডি। ২০২১ সাল থেকে চলছে সেই তদন্ত। তদন্তে উঠে আসে […]
সুপ্রিম নির্দেশ, আরজি কর হাসপাতালে ডাক্তার-নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় মোতায়েন ১৫১ জন জওয়ান
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল৷ সেই নির্দেশ মেনে গত বুধবারই শোনা গিয়েছিল৷ সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই আদালতের নির্দেশে আরজি কর হাসপাতালে মোতায়েন করা হল মোট ১৫১ জন আধা সামরিক বাহিনীকে৷ সূত্রের খবর, হাসপাতালের ভিতরে এবং হোস্টেলের নিরাপত্তা দেখবে এই আধা সামরিক বাহিনী৷ মোট ২০টি জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে৷ জানা গিয়েছে, মহিলা হোস্টেল, বয়েজ হোস্টেল, পিজিটি […]
রিজেন্ট পার্কে খাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ
বুধবার সাতসকালে দক্ষিণ কলকাতায় উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ ৷ হুগলি নদীর সঙ্গে যুক্ত খাল থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার লায়েলকার কাছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে এলাকার বাসিন্দারা ওই খালে মহিলার দেহ ভেসে থাকতে দেখে ৷ তৎক্ষণাত তারা খবর দেয় রিজেন্ট […]