মহারাষ্ট্রে অনলাইনে ক্রিকেট জুয়ার জেরে খুন বৃদ্ধা, গ্রেফতার যুবক

মহারাষ্ট্রে দম্বিভিলি জেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ রয়েছে। বৃদ্ধার গয়না নিয়ে তাই দিয়ে নিজের দেনা শোধ করার পরিকল্পনা করেছিল সে। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আশা আরবিন্দ রাইকার নামে ওই বৃদ্ধার দেহ তাঁর ফ্ল্যাটে পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে সতীশ নামে ওই যুবক বৃদ্ধার ফ্ল্যাটে ঢোকে এবং পরে বেরিয়ে যায়। জেরা করে জানতে পারা গিয়েছে ওই যুবক অনলাইন ক্রিকেট বেটিংয়ের সঙ্গে যুক্ত ছিল। সেখানে সে ৬০ হাজার টাকা দেনা করেছিল। এরপর এই কাণ্ড ঘটে। তবে কথায় আছে পাপ ছাড়ে না বাপকে। অতি সহজেই পুলিশের জালে ধরা পড়ে গেল খুনি।

error: Content is protected !!