উত্তর ২৪ পরগনা জেলায় পর্যটনের অন্যতম ক্ষেত্র টাকি। এবার সেখানে দুই একরের বেশি জায়গায় একটি বিলাসবহুল পর্যটক আবাস তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। ইতিমধ্যেই দপ্তরের পক্ষ থেকে জমি চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত পরিদর্শন হবে আগামী সপ্তাহেই। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ অন্য প্রশাসনিক কর্তারা। ইছামতী নদীর তীরে টাকিতে বছরের অধিকাংশ সময়ে পর্যটকদের ঢল নামে। নতুন বছরের শুরুতেই শীতের আমেজ উপভোগ করতে টাকিতে আসেন দূরদূরান্তের হাজার হাজার মানুষ। কম সময়ে ও অল্প খরচেই কলকাতা থেকে কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে পর্যটকদের তালিকায় অবশ্যই থাকে টাকি। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে দু’ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় টাকি স্টেশনে। সেখান থেকে টোটোতে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছনো যায় ইছামতী নদীর তীরে। এখানে এসে স্বাভাবিকভাবেই পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা থাকে উল্টোদিকে বাংলাদেশ। পরপর ভ্রমণ করা যায় পুবের বাড়ি, রাজবাড়ি, ম্যানগ্রোভ থেকে মিনি সুন্দরবন। এছাড়াও রয়েছে ৪০০ বছরের পুরনো জমিদার বাড়ি। আবার ইছামতী নদীবক্ষে বাংলাদেশের সাতক্ষীরা জেলার গা ঘেঁষে যেতে পারেন ইছামতী, কালিন্দী ও বিদ্যাধরী– এই তিন নদীর মোহনায়। এবার এই পর্যটন কেন্দ্রে বিলাসবহুল আবাসন গড়তে ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। গত বিধানসভা অধিবেশন চলাকালীন তিনি এই বিষয়টি নিয়ে নির্দেশ দেন। তারপরই তৎপর পর্যটন দপ্তর। এনিয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, জেলা প্রশাসন ইতিমধ্যেই খাস দুই একরের বেশি জমি পর্যটন দপ্তরকে দিয়েছে। সেই মতো সমীক্ষা হয়েছে। আগামী সপ্তাহেই মন্ত্রী ইন্দ্রনীল সেন আসবেন। আমরাও গিয়ে চূড়ান্তভাবে সব দিক খতিয়ে দেখব। মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো দ্রুত কাজ হবে। এই বিলাসবহুল আবাসনে মানুষ আনন্দের সঙ্গে ক’টা দিন কাটাতে পারবেন।
Related Posts
দুষ্কৃতীর খোঁজে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশের তল্লাশি
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ভাড়া বাড়িতে পুলিশি হানা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁর অফিসে হানা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে তাঁর ভাড়া বাড়িতে হানা দেওয়া হয়েছিল। এক দুষ্কৃতীর খোঁজে তাঁর ভাড়া বাড়িতে হানা দেওয়া হয়েছিল বলে […]
নদিয়ায় বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নদিয়া। সপ্তম দফায় নির্বাচন মিটতেই নৃশংসভাবে খুন করা হল এক বিজেপি কর্মীকে। মৃতের নাম, হাফিজুল শেখ। তিনি চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জের দেবগ্রামে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে জামতলা বাস স্ট্যান্ডের কাছে এক চায়ের দোকানে বসেছিলেন হাফিজুল। আচমকা বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি […]
সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল গাড়ি, মৃত ২
কলকাতা থেকে ৫ জনের এক পর্যটক দল ভোররাতে শিলিগুড়ি পৌঁছন। কালবিলম্ব না করে শেষরাতেই গাড়ি ভাড়া করে সিকিমের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই পর্যটক দলের একজন ও গাড়ির চালক মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে, শনিবার ভোররাতেই গাড়িটি পর্যটক দলকে নিয়ে […]