রবিবার একই জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই নিয়ে মোট তিনবার একই জেলায় একই দিনে সভা করছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। এদিন রাজ্যে পরপর চারটি সভা করবেন প্রধানমন্ত্রী। শেষ সভা হাওড়ায়। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শেষ সভা হাওড়াতেই করবেন। উলুবেড়িয়া লোকসভায় মমতা এদিন তাঁর দ্বিতীয় নির্বাচনী সভা করতে চলেছেন। মূলত উলুবেড়িয়া লোকসভার অধীনে আমতায় এই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী সভা বিকেল চারটের পরে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অবশ্য দুপুর তিনটে নাগাদ। এর আগে কোচবিহার ও বর্ধমান জেলায় একই দিনে সভা করেছেন মোদি- মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যারাকপুর লোকসভার অধীনে আমডাঙায় সভা করবেন। দুপুর ১টার পর এই সভা করার কথা মুখ্যমন্ত্রীর। তারপর সেখান থেকে সরাসরি যাবেন হাওড়ার উলুবেড়িয়াতে। দুই হেভিওয়েটের লড়াইতে রবিবারের রাজনৈতিক উত্তাপ যে যথেষ্ট বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবম বারের জন্য রাজ্যে প্রচার কর্মসূচিতে এসেছেন মোদি। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে রাজভবনে থেকে টানা পরপর চারটি সভা করবেন মোদি। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা। সম্প্রতি একই দিনে পরপর চারটি সভা মোদি করেননি। এদিন সকালে রাজভবন থেকে বেরিয়ে বিশেষ হেলিকপ্টারে করে ব্যারাকপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করবেন প্রথমে। প্রধানমন্ত্রী আজ যে চার কেন্দ্রে প্রচার করবেন, তার সব ক’টিতেই আগামী ২০ মে ভোটগ্রহণ।
Related Posts
৩ মাস পর খুলল জলদাপাড়া অভয়ারণ্য
তিনমাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল জলদাপাড়া অভয়ারণ্য। জঙ্গল খুলতেই সূচনা হল পর্যটকদের জঙ্গল সাফারি দিয়ে। গত ৩ মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। ১৬ সেপ্টেম্বর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সংরক্ষিত বনাঞ্চল গুলি। ফের পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যানে জিপসি সাফারি ও হাতি সাফারি। এদিন সকালে গরুমারার জাতীয় উদ্যানের গেটে […]
৪ মাসের ট্রেনিং শেষে চাকরি পেলেন ২৬ পড়ুয়া
৪ মাসের ট্রেনিং শেষে হাতে নিয়োগপত্র। বিভিন্ন নামিদামি বেসরকারি কোম্পানিতে চাকরির সুযোগ পেলেন বাঁশবেড়িয়ার ২৬ জন ছাত্র ছাত্রী। গত ফেব্রুয়ারি মাসে বাঁশবেড়িয়া কলবাজার চওড়া লাইন এলাকার উৎকর্ষ বাংলার মাধ্যমে একটি বেসরকারি প্রাইমারি বিদ্যালয়ে স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং শুরু হয়। কলকাতার বড়গাছ ফাউন্ডেশন এবং হুগলি রুরাল পুলিশের সহযোগিতায় স্থানীয় কিছু পিছিয়ে পড়া যুবক যুবতীদের কম্পিউটার শিক্ষার পাশাপাশি […]
আদিবাসী নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ
আরজি কর-কাণ্ডে এখনও তদন্ত শেষ হয়নি । চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য-সহ দেশ ও দেশের বাইরেও চলছে প্রতিবাদ আন্দোলন । এই পরিস্থিতিতেই এক আদিবাসী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে । এই ঘটনায় শনিবার রাতে তীব্র চাঞ্চল্য ছড়ায় আসানসোলের সালানপুর থানার ডাবর গ্রামে । গ্রামবাসীরা শনিবার ওই বৃদ্ধের বাড়িতে চড়াও হন […]