পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কাণ্ডে দু’জনকে গ্রেফতার করল সিআইডি ৷ ধৃতদের নাম শংকর বিশ্বাস ও পাপাই দাস। নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করেছে সিআইডি’র গোয়েন্দারা। দু’জনকেই শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁদের এদিন আলিপুর পুলিশ আদালতে পেশ করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 11টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাঙ্কের পাসবুক-সহ বেশ কিছু নথিপত্র। সম্প্রতি রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি তদন্তে নামে। সম্প্রতি এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন কিংবা এসএসসি নিয়োগ দুর্নীতির মামলাও সামনে এসেছে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তদন্তে নেমে এই রাজ্যের একাধিক নেতাকে গ্রেফতার করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসে। জানা যায় সেখানে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। এছাড়াও এই দুর্নীতিতে একাধিক অভিযোগ সামনে এসেছে। কিন্তু গোটা ঘটনায় রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি’র হাতে ধৃত প্রিন্সিপাল অ্যাকাউনটেন্ট জেনারেলের সিনিয়র অডিটার শংকর বিশ্বাস কীভাবে যুক্ত হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ পাশাপাশি তাঁর সঙ্গে আর কাদের যোগ ছিল সেই সকল বিষয়গুলি পরিষ্কার করার জন্য আজ শংকর বিশ্বাস এবং পাপাই দাসকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হবে বলে খবর। জানা গিয়েছে, তাঁদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে সিআইডি।
Related Posts
রাজ্যে ১০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা, বিপুল কর্মসংস্থানের সুযোগ
রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। বৃহস্পতিবার নবান্নে শিল্প সংক্রান্ত বৈঠকের পর সুখবর শোনালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে বৈঠক করেন বৃহস্পতিবার। এই বৈঠকেই রাজ্যের চর্মশিল্পে বিপুল অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিপুল বিনিয়োগের ফলে রাজ্যেও ২.5 লক্ষ মানুষের কর্মসংস্থান […]
ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপের চেষ্টা! রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। প্রথম দফা ভোটের দিন আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতেই আপত্তি রাজ্যের শাসক দলের। তাদের দাবি, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে প্রথম দফা ভোটের আগের দিন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। রাত পোহালেই উত্তরের তিন জেলায় ভোটের দামামা। কোচবিহার, আলিপুরদুয়ার ও […]
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]