আজ থেকে শুরু হল ২০২৪ সালের লোকসভা ভোট। মোট সাত দফায় ভোট হবে গোটা দেশে। শুক্রবার প্রথম দফা ভোট শুরু হওয়ার পরই ভোটারদের জন্য বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গণতন্ত্রকে রক্ষা করতে দেশের প্রতিটি প্রান্তে ভালবাসার দোকান খুলুন। ঘৃণাকে দেশ থেকে উৎখাত করে ফেলুন’। তিনি আরও লেখেন, আজ থেকে প্রথম দফার ভোট শুরু হচ্ছে। ভোটারদের প্রতিটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিগত ১০ বছরে দেশের উন্নতির হিসাব অনুসারে ভোট দিন। প্রসঙ্গত, শুক্রবার থেকে লোকসভার প্রথম দফার ভোট শুরু হল। প্রথম দফায় ১০২ টি আসনের জন্য ভোটগ্রহণ হবে। দেশের মোট ২১ টি রাজ্যে হচ্ছে এই ভোট। প্রথম দফায় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারি, সর্বনন্দা সোনেওয়াল, ভূপেন্দ্র যাদব, গৌরব গগৌয় সহ আরও নেতাদের ভাগ্য নির্ধারিত হবে। ২০২৪ থেকে শুরু করে ২০২৯ দুবারই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল বিজেপি। এবার ফের তৃতীয়বারের জন্য মোদি সরকার ক্ষমতায় আসতে পারেন কিনা সেটাই দেখার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।
Related Posts
গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট
অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন গরুপাচার মামলায়। গত প্রায় দু’ বছর ঠিকানা ছিল তিহাড়। তবে মেয়ে সুকন্যার পর, এবার জামিন পেলেন বীরভূমের কেষ্ট। মেয়ের জামিনের ১০ দিনের মাথায় জামিন পেলেন তিনি। পুজোর আগেই ফিরবেন নিজের গড়ে, জানা যাচ্ছে তেমনটাই। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এদিন গরু পাচার মামলায় জামিন দেয় তৃণমূল নেতাকে। এর আগেই তাঁকে জামিন […]
পুরীর রথযাত্রায় সময় পদপিষ্ট হয়ে মৃত ১, আহত বহু
পুরী রথযাত্রায় দুর্ঘটনা ৷ রবিবার রথযাত্রার সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ৷ আর সেই কারণে ভিড়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক দর্শনার্থীর ৷ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় পুরীতে ৷ বেশ কয়েকজন পুণ্যার্থী ঘটনায় আহত […]
কর্মরত অবস্থায় চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা হলে ৬ ঘণ্টার মধ্যে FIR করুন, ‘আরজি কর’ আবহে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
কর্মরত অবস্থায় চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা চালানো হলে ছয় ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করতে হবে। নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তাণ্ডবের মধ্যেই শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা চালানো হলে এফআইআর দায়েরের জন্য হাতে সর্বোচ্চ ছয় ঘণ্টা পাবেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় […]