দীপিকা পাড়ুকোনের পরে এবার আলিয়া ভাট! ‘কলঙ্ক’ ছবিতে ‘ঘর মোর পরদেশিয়া’ গানে নৃত্য পরিবেশনের জন্য আলিয়া ভাটকে ‘গ্লোবাল স্টার’ এর তকমা দিল অস্কার পুরস্কারের সোশ্যাল মিডিয়া পেজ। ছবিতে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং বৈশালী মাহাদে। এবং কোরিওগ্রাফ করেছেন রেমো ডি’সুজা। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে রিলটি পুনরায় পোস্ট করেছেন। টিম ‘কলঙ্ক’কে ট্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে, ইনস্টাগ্রামে দীপিকার প্রশংসা করেছিল অস্কার। ‘বাজিরাও মস্তানি’ ছবিতে ‘দিওয়ানি মস্তানি’ গানে তাঁর পারফরম্যান্সের জন্য। সেই গানটিও গেয়েছিলেন শ্রেয়া এবং কোরিওগ্রাফি করেছিলেন রেমো।
Related Posts
চার হাত এক হল শোভন-সোহিনীর
অবশেষে চার হাত এক হল শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকারের। সোহিনী নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’ জানা গিয়েছে, ১৫ জুলাই, সোমবার দক্ষিণ ২৪ পরগণার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে সারেন শোভন-সোহিনী। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। সোহিনীর পরনে ছিল মেরুন রঙের বেনারসি। গা-ভর্তি সাবেকি […]
বকেয়া ১১ কোটির লোন, অভিনেতা রাজপাল যাদবের বাড়িতে তালা ঝোলাল রাষ্ট্রায়ত্ত ব্যাংক
ছবি বানানোর জন্য ব্যাঙ্ক থেকে ১১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি রাজপাল যাদব। আর তারপরই তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তর প্রদেশের শাজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেলেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি নাকি এই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সেটা […]
ডক্টর সম্মান পেতে চলেছেন রাম চরণ
চেন্নাইয়ের ইউনিভার্সিটি অফ ভেলস গুণির কদর করতে জানে। প্রতিষ্ঠান এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, চন্দ্রযান প্রকল্পের অন্যতম ডক্টর পি ভিরামুথুভেলকে একই সম্মানে সম্মানিত করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের সম্মান দেওয়া নিয়ে বিশেষ অনুষ্ঠান। সেখানেই রাম চরণকে এই বিশেষ সম্মান দেওয়া হবে বলে খবর।