দীপিকার পরে ‘অস্কার’এর সামাজিক পাতায় সম্মানিত হলেন আলিয়া

দীপিকা পাড়ুকোনের পরে এবার আলিয়া ভাট! ‘কলঙ্ক’ ছবিতে ‘ঘর মোর পরদেশিয়া’ গানে নৃত্য পরিবেশনের জন্য আলিয়া ভাটকে ‘গ্লোবাল স্টার’ এর তকমা দিল অস্কার পুরস্কারের সোশ্যাল মিডিয়া পেজ। ছবিতে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং বৈশালী মাহাদে। এবং কোরিওগ্রাফ করেছেন রেমো ডি’সুজা। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে রিলটি পুনরায় পোস্ট করেছেন। টিম ‘কলঙ্ক’কে ট্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে, ইনস্টাগ্রামে দীপিকার প্রশংসা করেছিল অস্কার। ‘বাজিরাও মস্তানি’ ছবিতে ‘দিওয়ানি মস্তানি’ গানে তাঁর পারফরম্যান্সের জন্য। সেই গানটিও গেয়েছিলেন শ্রেয়া এবং কোরিওগ্রাফি করেছিলেন রেমো। 

error: Content is protected !!