এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাল পাকিস্তান। বৃহস্পতিবার একথা জানালেন পাক বিদেশ দপ্তরের মুখপাত্র মুমতাজ জারা বালুচ। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ আগামী ১৫, ১৬ অক্টোবর ইসলামাবাদে বসতে চলেছে এসসিও সদস্যভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের বৈঠক। তবে মোদি এই শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ভারত, চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিইকিস্তান এবং উজবেকিস্তানকে নিয়ে তৈরি হয়েছিল এসসিও। ইতিমধ্যে বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে একাধিক সদস্য দেশ। এবিষয়ে বালুচ বলেন, ‘অংশগ্রহণকারী দেশগুলির চূড়ান্ত তালিকা সময়মতো প্রকাশ করা হবে।’ জানা গিয়েছে, মূল বৈঠকের আগে অর্থনীতি, সমাজ-সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, কাশ্মীর, সীমান্তে সন্ত্রাসবাদ সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক বর্তমানে তলানিতে। শুরু থেকেই ইসলামাবাদকে সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরির আর্জি জানিয়ে আসছে নয়াদিল্লি। অন্যদিকে, ভূস্বর্গে ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে ভারতকে বারবার কাঠগড়ায় তুলেছে নওয়াজ শরিফের দেশ। এহেন পরিস্থিতিতে ইসলামাবাদের আমন্ত্রণ গ্রহণ করবেন মোদি? সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।
Related Posts
ঘূর্ণিঝড়ের বিধ্বস্ত ভিয়েতনাম, মৃতের সংখ্যা বেড়ে ১৯৭
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভিয়েতনাম। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শক্তিশালী ইয়াগির তাণ্ডবে অত্যন্ত খারাপ অবস্থা ভিয়েতনামে। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭। নিখোঁজ আরও ১৩০ জন। ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। লাল নদীর জল ঢুকে বানভাসি রাজধানী হ্যানয়। ইয়াগিকে চলতি বছর এশিয়ার বুকে আছড়ে পড়া ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ বলে মনে করা হচ্ছে। শনিবার ভিয়েতনামে ১৪৯ […]
রাশিয়ার সেভাস্তোপলে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরে আচমকা হামলা। আকাশ থেকে পড়া ধাতব বস্তুর আঘাতে ৩ শিশুসহ পাঁচ। আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেন থেকে হামলার সময় সৈকতে নামা পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দাদের ওপর ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইউক্রেন […]
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ফলে আমেরিকায় আশ্রয় চাওয়ার কোনও সুযোগ আপাতত আর রইল না বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর কাছে। উল্লেখ্য, আমেরিকাতেই বর্তমানে বসবাস করেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়। তিনি ভার্জিনিয়াতে থাকেন। তবে এখনই ছেলের কাছে যাওয়ার কোনও ভাবনাচিন্তা রয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। এ […]