অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্ডু

পেমা খান্ডু এই নিয়ে টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার ডেপুটি সিএম হিসেবে শপথ নেন চৌনা মেন। এদিন তিনি ছাড়াও বিউরাম ওয়াঘা, নিয়াতো দুকাম, গ্যানরিল ডেনওয়াং ওয়াংসু, ওয়াঙ্কি লোয়াং, পাসাং দরজি সোনা, মামা এনতুং, দাসাংলু পুল, বালো রাজা, কেনতো জিনি এবং ওজিং তাসিং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ইটানগরের দরজি খান্ডু কনভেনশন সেন্টারে শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কিরেন রিজিজু এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

error: Content is protected !!