বিতর্ক শুরু হয়েছিল কয়েক বছর আগেই। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর প্রশ্নটা উঠেছিল আরও জোরালো ভাবে- করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কেন? বিরোধী দলগুলির তরফে এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল বলেও সূত্রের খবর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনেই কোভিড প্রতিষেধকের শংসাপত্র থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশে কোভিড শংসাপত্র থেকে মোদীর ছবি সরানো হয়েছিল। কোভিশিল্ড নিয়ে বিতর্কের মধ্যেই তুঙ্গে বিতর্ক সোশাল মিডিয়ায়। ২০১৫ সালে সুপ্রিম কোর্ট একটি নির্দেশে জানিয়েছিল, সরকারি খরচে প্রকাশিত বিজ্ঞাপনে কোনও নেতা-মন্ত্রীর ছবি দেওয়া চলবে না। কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে তা পুনর্বিবেচনা করা হয়। ২০১৬ সালে শীর্ষ আদালত জানায়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রীদের ছবি বিজ্ঞাপনে দেওয়া যাবে। সেই সুযোগের সদ্ব্যবহার করেই কোভিড টিকার শংসাপত্রে গত চার বছর ধরে মোদীর ছবি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এ নিয়ে ২০২১ সালে কেরল হাই কোর্টে একটি মামলাও হয়েছিল। আবেদনকারী পিটার ময়ালিপারম্পিলের দাবি ছিল, তিনি বেসরকারি হাসপাতাল থেকে দু’টি করোনা টিকা নিয়েছেন। তার জন্য দাম দিতে হয়েছে। তাই, তাঁর শংসাপত্র ব্যক্তিগত তথ্যযুক্ত ‘নিজস্ব পরিসর’। সেখানে অনুপ্রবেশ মানে ব্যক্তি-পরিসর লঙ্ঘন করা। কেরল হাই কোর্টে আমেরিকা, ইজরায়েল, জার্মানি-সহ বিভিন্ন দেশের কোভিড টিকার শংসাপত্রের ছবিও পেশ করেছিলেন পিটার। জানিয়েছিলেন, ওই দেশগুলির কোভিড টিকার শংসাপত্রে কোনও রাষ্ট্রনেতার ছবি নেই।
Related Posts
‘আশা করি আমাদের আরও একবার সুযোগ দেবেন’, বিজেপির প্রতিষ্ঠা দিবসে বার্তা প্রধানমন্ত্রী
৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। শনিবার ভারতীয় জনতা পার্টির ৪৫তম প্রতিষ্ঠা দিবস। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজেপি গঠিত হয়েছিল। প্রতিষ্ঠা দিবসে সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত বছরগুলিতে বিজেপির উন্নয়নমূলক কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বার্তাও দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নরেন্দ্র মোদী […]
যোগী-কেশবের সংঘাত জল্পনার মাঝেই অবশেষে বিজেপির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি!
লোকসভা ভোট ২০২৪ সালে বিজেপি উত্তর প্রদেশ সহ বহু রাজ্য়েই বড় ধাক্কা খেয়েছে। এদিকে, ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে একটি গুঞ্জন। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যর মধ্যে সংঘাত রয়েছে কি? এই প্রশ্ন তুলে বিস্তর জল্পনা উঠে আসছে। সেই জল্পনার মাঝেই দিল্লিতে, সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন […]
বিহারে খুন প্রাক্তন মন্ত্রীর বাবা, বাড়ি থেকে উদ্ধার দেহ
প্রাক্তন মন্ত্রী ও বিকাশশীল ইনসান পার্টির সভাপতি মুকেশ সাহনির বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ । তাঁর নিজের বাড়ি থেকেই মিলল দেহ ৷ সেটি বিকৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙায় । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এসডিপিও মণীশ চন্দ্র চৌধুরী-সহ বিরাউল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন । সূত্রের খবর, […]