বিজেপির বাংলা বনধ বাতিল চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বুধবার সকালে শুনানি

বিজেপি ডাকা বাংলা বনধ বাতিল করতে চেয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ করার আবেদনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।আইনজীবী সঞ্জয় দাস মামলার অনুমতি চান, তাঁকে সেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলার অনুমতি দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার সময় অভাবে, বুধবার সকাল ১০টায় মামলা দায়েরের পদ্ধতিগত পর্ব সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন তিনি। কাল, অর্থাৎ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। দিনের প্রথম মামলা হিসেবে শুনানি হবে মামলার।

error: Content is protected !!